আমিরাতে সেপ্টেম্বর থেকে সাধারণ ক্ষমা পাচ্ছেন অবৈধ অভিবাসীরা
সংযুক্ত আরব আমিরাতে থাকা অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। ১ সেপ্টেম্বর থেকে দুমাসের জন্য কার্যকর হবে এ ক্ষমা। ওই দিন থেকে দেশটিতে থাকা রেসিডেন্সি ভিসায় অবৈধ অভিবাসীরা কোনো প্রকার জরিমানা ছাড়াই বৈধ হতে পারবেন। একইভাবে জরিমানা ছাড়াই নিজ নিজ দেশে ফিরতে পারবেন তারা। খবর গালফ নিউজের।
আরব আমিরাতে প্রায় ১৫ লাখ বাংলাদেশি রয়েছেন। কঠোর পরিশ্রম করে প্রচুর রেমিট্যান্স দেশে পাঠাচ্ছেন। কাজ করার আশায় দালাল চক্রের মাধ্যমে ভিজিট ভিসায় দেশটিতে গিয়ে প্রচুর বাংলাদেশি কর্মী অবৈধ হয়ে গেছে।
উল্লেখ্য, গত ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের প্রবাসী আয়ে হঠাৎ করেই সৌদি আরব ও যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষে উঠে আসে সংযুক্ত আরব আমিরাত। ২০২৩-২৪ অর্থবছরে আমিরাত থেকে দেশে প্রবাসী আয় এসেছে ৪৫৯ কোটি ৯০ লাখ ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ১৫৬ কোটি ৫২ লাখ ডলার বেশি।
একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় এসেছে ২৯৬ কোটি ১৬ লাখ ডলার এবং সৌদি আরব থেকে এসেছে ২৭৪ কোটি ১৫ লাখ ডলার।
এদিকে, গত জুলাই মাসে আমিরাতের আইন লঙ্ঘন করে কিছু প্রবাসী বাংলাদেশি দেশের কোটা সংস্কার আন্দোলনে প্রতি সংহতি জানিয়ে মিছিল বের করায় সেদেশের সরকার ৫৭ জনকে সাজা দেয়। এর মধ্যে কয়েকজনকে যাবজ্জীবন ও ১০ বছার করে কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
এরপর আমিরাতে বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের দেশটির আইনের প্রতি শ্রদ্ধা রেখে যথাযথ দায়িত্ব পালনের অনুরোধ করেছে।
(ঢাকাটাইমস/০২আগস্ট/এফএ)