ছুটি শেষে ঢাকায় ফিরলেন হাথুরুসিংহে, রাতে আসবেন মোশতাক 

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২৪, ১২:৪২
অ- অ+

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে লম্বা সময় ধরে ছুটিতে আছেন বাংলাদেশের কোচিং স্টাফরা। তবে সেই ছুটি আর দীর্ঘায়িত হচ্ছে না। পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে পরিকল্পনা শুরু করতে হচ্ছে টাইগারদের। যার অংশ হিসেবে গতকাল রাতে ঢাকায় এসে পৌঁছেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকায় ফেরেন হাথুরুসিংহে। রাত সাড়ে ১০টার কয়েক মিনিট পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে রাজধানীতে এসে পা রাখেন তিনি।

হাথুরুসিংহে একাই নন। সঙ্গে ট্রেনার নিক লিও রাজধানীতে এসে পৌঁছেছেন বৃহস্পতিবার রাতেই। অবশ্য নিক লি যখন ঢাকায় পা রাখেন, ঘড়ির কাটা ঘুরে তখন ২ আগস্ট (শুক্রবার) হয়ে গেছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় (শুক্রবার প্রথম প্রহরে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন তিনি।

এদিকে বাংলাদেশের কোচিং স্টাফের দুই অন্যতম সদস্য স্পিন কোচ মোশতাক আহমেদ ও প্রধান সহকারী কোচ নিক পোথাসও আগামী ২৪ ঘন্টার মধ্যে এসে যাবেন।

কেউ কেউ বাংলাদেশের স্পিনারদের নিয়ে মোশতাকের কাজ করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তবে যতদূর জানা গেছে, আজ শুক্রবার রাতেই বাংলাদেশে পা রাখবেন মোশতাক। ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। নিক পোথাস এসে পৌছাবেন আগামীকাল শনিবার (৩ আগস্ট)।

শনিবার শেরে বাংলায় শুরু হবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশ টেস্ট দলের অনুশীলনের শেষ ধাপ। জানা গেছে, বর্তমানে কানাডার গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নেওয়া সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম আগস্টের ১০-১২ তারিখ নাগাদ দেশে ফিরে অল্প কয়েকদিন টেস্ট দলের সঙ্গে অনুশীলন করবেন।

এর মধ্যে পেসার শরিফুলের ছুটি শেষ হয়ে যাচ্ছে আগামী ৮ আগস্ট। তাকে ৮ আগস্ট পর্যন্ত এনওসি (ছাড়পত্র) দেওয়া আছে। ধারণা করা হচ্ছে, ৯-১০ আগস্টের মধ্যেই শেরে বাংলায় অনুশীলনে দেখা যাবে শরিফুলকে।

অন্যদিকে শীর্ষ তারকা সাকিবের এনওসি (ছাড়পত্র) আছে ১২ আগস্ট অবধি। ১৬ আগস্ট টেস্ট দল পাকিস্তান যাওয়ার আগে ১৩-১৪ তারিখ নাগাদ হয়তো সাকিবও দেশে ফিরে অনুশীলন করবেন।

এদিকে টেস্ট দলের ৪ ব্যাটার মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন দিপু সহ কয়েকজন ক্রিকেটার বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য আগে ভাগেই পাকিস্তান চলে যাবেন।

এই ৪ ক্রিকেটার আপাতত আর জাতীয় দলের সঙ্গে অনুশীলনও করবেন না। আগামী ৪ ও ৫ আগস্ট শেরে বাংলায় ‘এ’ দলের সঙ্গে অনুশীলন করে ৬ আগস্ট ওই বহরেই পাকিস্তান সফরে যাবেন তারা। পাকিস্তানের ‘এ’ দলের বিপক্ষে প্রথম ৪ দিনের ম্যাচ খেলবেন মুশফিক-মুমিনুলরা।ম্যাচটি শুরু হবে ১০ আগস্ট, ইসলামাবাদে।

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ আর পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজ। জাতীয় দল সেখানে পৌঁছাবে আগামী ১৬ আগস্ট।

(ঢাকাটাইমস/০২ আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি
সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: মির্জা ফখরুল
মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার 
দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ হাজি, মৃত্যু ৪৩ জনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা