বলিউড সুপারস্টার আমির খানের সঙ্গে প্রাক্তন দুই স্ত্রীর কেমন সম্পর্ক?

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ১০:৫৮
অ- অ+

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। তার ফিল্মি ক্যারিয়ার নিয়ে আলোচনা বাহুল্য। সবারই সবটা জানা। এই ফিল্মি ক্যারিয়ার ছাপিয়ে মাঝেমধ্যেই চর্চার কেন্দ্রে চলে আসে অভিনেতার ব্যক্তিজীবন। তিনি দুইবার সংসার পেতেছেন, ভেঙেছে দুটিই।

প্রাক্তন দুই স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে কেমন সম্পর্ক আমির খানের? পরিচালক-প্রযোজক করণ জোহরের শো ‘কফি উইথ করণ’-এ অতিথি হয়ে গিয়ে এমনই প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি। কোনো রাগঢাক না রেখেই জবাবও দেন অকপটে।

আমির খান জানান, তাদের সম্পর্কে বরাবরই একে অপরের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা রয়েছে। নায়কের কথায়, ‘আমরা সারা জীবন পরিবার হিসাবেই থাকব। আমরা যতই ব্যস্ত থাকি না কেন সবাই সপ্তাহে একবার একত্র হই।’

১৯৮৬ সালে প্রথম স্ত্রী রিনা দত্তকে বিয়ে করেন আমির খান। সেই সংসার ভাঙে ২০০২ সালে। রিনা দত্তের সঙ্গে তার দুই সন্তান জুনাইদ খান ও ইরা খান। ২০০৫ সালে আমির বিয়ে করেন কিরণ রাওকে। এই সংসারে তার এক পুত্র আজাদ রাও খান।

কিরণের সঙ্গে আমির খানের ডিভোর্স হয়েছে ২০২১ সালে। সামাজিক মাধ্যমে তারা যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা দেন। আমিরের কথা অনুযায়ী, বিচ্ছেদের পর প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেই তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এর নজিরও মেলে মাঝে মাঝে।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিত: বিএনপি
কক্সবাজারের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ১ জন আটক
গোপালগঞ্জে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় সরকারের তদন্ত কমিটি গঠন
অর্ধশত মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল মোহাম্মদপুর থানা পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা