অপশাসনের বিরুদ্ধে এক নতুন বাংলাদেশের উত্থান ঘটেছে: আ স ম রব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৭:০৩ | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ১৬:২২

দেশের সর্বশেষ পরিস্থিতিতে রক্তপাত বন্ধের আহ্বান জানিয়ে স্বাধীনতার পতাকা উত্তোলক ডাকসুর সাবেক ভিপি ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, অবিচার, বৈষম্য ও অপশাসনে বিরুদ্ধে এক নতুন বাংলাদেশের উত্থান ঘটেছে - বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এক নতুন জাগরণ ঘটেছে। ন্যায্যতার শাশ্বত বিধান লঙ্ঘন এবং সাংবিধানিক অধিকার তথা গণতন্ত্র থেকে জনগণকে বঞ্চিত করায় সমগ্র দেশজুড়ে মুক্তিকামী মানুষের ‘গণজাগরণ’ সৃষ্টি হয়েছে।

শনিবার এক বিবৃতিতে রব বলেন, ছাত্রদের সংগ্রামের সঙ্গে শিক্ষক, জনতা, শ্রমিক, আইনজীবী, ডাক্তার, প্রকৌশলীসহ সর্বস্তরের জনগণ সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। প্রতিদিন আমাদের সন্তানদের রক্তে রাজপথ রঞ্জিত হবে আর জনগণ হাত-পা গুটিয়ে বসে থাকবে- এই দিন শেষ হয়ে গেছে। কারণ সংগ্রাম এবং প্রতিরোধের গতিবেগ প্রতিদিন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে যারা আত্মসাৎ করেছিল তাদের বিরুদ্ধে লড়াই আজ ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধে’র রূপ লাভ করেছে। এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশকে ৭১ ও ২৪ এর চেতনায় বিনির্মাণ করতে হবে।

তিনি বলেন, এই গণজাগরণে শত শত ছাত্র জনতা খুন হয়েছে, হাজার হাজার গুলিবিদ্ধ হয়েছে, ঘরের ভেতরও গুলিতে নিহত হচ্ছে শিশু। আন্দোলন লড়াইয়ে যারা প্রাণ বলিদান দিয়েছে এবং বুলেটের বিরুদ্ধে দাঁড়িয়ে সাহসিকতার সাথে সংগ্রাম এগিয়ে নিচ্ছে তারা সবাই এ প্রজন্মের মুক্তিযোদ্ধা। ছাত্র জনতার আন্দোলনের মৌলিক তাৎপর্য উপেক্ষা করে মিথ্যা বয়ান উত্থাপনের মাধ্যমে শুধুমাত্র নির্বিচারে গুলি করে আন্দোলন স্তব্ধ করতে চাইলে সংঘাত এবং রক্তপাত অনিবার্য হয়ে পড়বে।

এই মুহূর্তে প্রজাতন্ত্রের সকল প্রতিষ্ঠান জনগণের সপক্ষে অবস্থান গ্রহণ না করলে রাষ্ট্র ধ্বংসের মুখে পতিত হবে‌, স্থিতিশীলতা চরম ঝুঁকিতে পড়বে। সুতরাং দেশের সকল রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী এবং শ্রমিক সংগঠনসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন লড়াইকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/জেবি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সভাপতির ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি

স্বেচ্ছাসেবক দলের নেতাকে খুন ও হামলা দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ: মির্জা ফখরুল

গোপালগঞ্জে আ.লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত, সাংবাদিকসহ আহত ৫০

শেখ পরিবারের বিরুদ্ধে যে বলতে গেছে তাকে নিরুদ্দেশ করে দিয়েছে: রিজভী

গণঅভ্যুত্থানে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে: রব

অসীম আত্মত্যাগে অর্জিত স্বাধীনতা ব্যর্থ হতে পারে না: আমিনুল হক

ধর্ম-বর্ণ নির্বিশেষে জনকল্যাণে কাজ করতে হবে: জামায়াত সেক্রেটারি

ভারতের নীলনকশায় দেশের পোশাকশিল্পে অস্থিরতা: রাশেদ প্রধান

যারা দেশকে পুনরায় ফ্যাসিস্ট কাঠামোয় নিতে চায় তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে: সাকি

প্রতিনিধি সম্মেলনে দল গোছানোর তাগিদ এবি পার্টি নেতাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :