কিশোরগঞ্জে সংঘর্ষ: জেলা আ.লীগ অফিসে আগুন, নিহত ৪

​​​​​​​কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৪, ১৯:২০| আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১৯:২১
অ- অ+

কিশোরগঞ্জে অসহযোগ আন্দোলনে অংশ নেওয়া ছাত্রজনতার সঙ্গে পুলিশ আওয়ামী লীগ-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রবিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোড এলাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ ঘটে।

সময় অঞ্জনা বেগম (৩৫) নামে এক নারীসহ অন্তত চারজন মারা গেছেন। তাদের মধ্যে নারীসহ দুইজন দগ্ধ হয়ে এবং একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। নিহতদের একজনের নাম মবিন (৩৫) এবং দগ্ধ হয়ে মারা যাওয়া আরেকজনের পরিচয় প্রাথমিকভাবে পাওয়া যায়নি এছাড়া রুবেল আব্দুল্লাহ (৩২) নামে এক যুবক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা জেলা আওয়ামী লীগ অফিসে আগুন লাগিয়ে দেয়। এছাড়াও আওয়ামী লীগ অফিসের সামনেসহ অন্যান্য স্থানে সংঘর্ষে জন নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে আরও শতাধিক। তাদের অবস্থাও আশংকাজনক।

ছাড়া সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শহরের খরমপট্টির বাসার গেটে হামলা কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসার গেটের সামনে, বটতলা পুলিশের ট্র্যাফিক বক্সে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা।

ঢাকাটাইমস/০৪আগস্ট/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
মুন্সীগঞ্জে ডিআইজির কল্যাণ সভা ও শহীদ পরিবারকে সম্মাননা
ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিলেন আদিল চৌধুরী
তারেক রহমানের সংস্কারের বার্তা নিয়ে জনগণের দুয়ারে কাজী আলাউদ্দিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা