জঙ্গি হামলা হচ্ছে, ঘরে ফিরে যান: সরকারি বিজ্ঞপ্তি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৪, ২০:১০
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে জঙ্গি হামলার সতর্কতা জানিয়ে বিবৃতি দিয়েছে সরকার। এতে ছাত্র-ছাত্রী ও অভিভাবক সকলকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস উইং থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ছাত্র-ছাত্রী ও অভিভাবক সকলকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে। জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাত ৮টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের ১৬টি জেলায় পুলিশ সদস্য, আওয়ামী লীগ নেতাকর্মী, আন্দোলনকারী শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ৬৫ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর মধ্যে- মুন্সীগঞ্জে ২ জন, রংপুরে ৪ জন, ফেনীতে ৫ জন, কিশোরগঞ্জে ৪ জন, মাগুরায় ৪ জন, পাবনায় ৩ জন, বগুড়ায় ২ জন, সিলেটে ২ জন, বরিশালে ১ জন, সিরাজগঞ্জে ১৯ জন এবং জয়পুরহাটে ১ জন ও ঢাকায় ১ জন, কুমিল্লায় ২ জন, নরসিংদীতে ৬ জন, হবিগঞ্জে ১ জন, লক্ষ্মীপুরে ৮ জন নিহত হয়েছেন।

(ঢাকাটাইমস/০৪আগস্ট/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফিলিস্তিনকে স্বীকৃতি দিন এখনই, ৬০ ব্রিটিশ এমপির খোলা চিঠি
গোসলের পর ওজু করতে হবে কি? ইসলামী বিধান যা বলে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা