ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে হাসিনার সাক্ষাৎ

ঢাকা টাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৪, ২১:৫৫

শেখ হাসিনা ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে খবর দিয়েছে সংবাদসংস্থা এএনআই। অজিত দোভাল পরিস্থিতি বুঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে রিপোর্ট দেবেন বলে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে।

অন্যদিকে অপর একটি সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, শেখ হাসিনা ভারতে থাকছেন না। তিনি লন্ডনের উদ্দেশে রওয়ানা দেবেন। চাইবেন যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয়।

এএনআই দাবি করেছে, গাজ়িয়াবাদে ভারতীয় বায়ুসেনার সি-১৭ এবং সি-১৩০জে সুপার হারকিউলিসের কাছেপার্ককরা থাকবে বাংলাদেশের বায়ুসেনার সি-১৩০জে বিমান। ঢাকা ছাড়ার পর ওই বিমানে চেপেই হাসিনা উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে এসেছেন। প্রথমে শোনা গেছে সোমবার রাতেই তিনি লন্ডনের উদ্দেশে রওয়ানা দেবেন। পরে জানা গেছে, হাসিনার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে ব্রিটেন। যদিও সরকারি সূত্রে এর কোনো সমর্থন মেলেনি। তবে তেমন হলে হাসিনা আগামী কয়েকদিন দিল্লিতেইসেফ হাউসেথাকতে পারেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল হয় পুরো দেশ। এতে তিন শতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে পদত্যাগ করে সোমবার দুপুরে বাংলাদেশ ছাড়েন হাসিনা। রওনা দেন ভারতের উদ্দেশে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে জানিয়েছেন দেশটির বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তবে হাসিনার সঙ্গে মোদী কথা বলবেন কি না, সে বিষয়ে কেন্দ্রের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিদেশমন্ত্রীর সঙ্গে সংসদে আলাদা করে কথা বলেছেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীও। কংগ্রেসের তরফে এই কথা জানানো হয়েছে।

বাংলাদেশ এবং ভারতের মাঝে রয়েছে চার হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত। সোমবার সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। ঢাকাগামী বিমান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। বাংলাদেশ এবং ভারতের মাঝে ট্রেন চলাচল আগেই বন্ধ করা হয়েছে। ৩০ ঘণ্টার জন্য বাংলাদেশগামী বিমান বাতিল করেছে বিমান সংস্থা ইন্ডিগো। বিমান সংস্থা ভিস্তারা জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখছে তারা। তবে এখনই বিমান বাতিলের কথা ঘোষণা করেনি এই সংস্থা। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর সোমবার সন্ধ্যা ৬টা থেকে ছয় ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/০৫আগস্ট/কেএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

জুলাই আন্দোলনে নিহত ৮৭৫, আহত ৩০ সহস্রাধিক: এইচআরএসএস

যৌথ অভিযান: দশ দিনে ১৪৪টি অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬৪

আমিরাত থেকে ফিরলেন আরও ২৬ জন, বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত

শীতল সম্পর্কের মধ্যে ড. ইউনূসের বলিষ্ঠ বক্তব্যে বিস্মিত ভারত

সম্পর্ক জোরদারে শনিবার ঢাকায় আসছে উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

সীমান্তে বৈঠক: বিজিবির কড়া প্রতিবাদে গুলি না করার প্রতিশ্রুতি বিএসএফের

সাংবাদিকদের বেতন কাঠামোসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ১০০ দিনের কর্মপরিকল্পনা

জনগণের টাকা ফেরাতে বেসরকারি ব্যাংকের জন্য রোডম্যাপ হবে: রিজওয়ানা হাসান

এই বিভাগের সব খবর

শিরোনাম :