ট্রাফিক পুলিশবিহীন অন্য এক ঢাকা
কারফিউ শেষে মঙ্গলবার খুলেছে দেশের সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাভাবিক হয়ে উঠছে জনজীবন। যার কারণে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীতে চাপ বেড়েছে সাধারণ মানুষের। তবে সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে বাড়ছে যানজট।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে দেখা যায়, সবগুলো সড়কেই গাড়ির ব্যাপক চাপ। তবে ট্রাফিক পুলিশ না থাকায় রাস্তা স্বাভাবিক করতে গাড়ির ভেতরে থাকা লোকেরা নিচে নেমে যানজট নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাতে ঠেকানো না যানজট।
একজন পাঠাও চালক এই প্রতিবেদককে বলেন, ‘মানুষের ভয়ে কয়েকদিন ধরেই রাস্তায় ট্রাফিক পুলিশ নাই। তারা অনেক মামলা হয়রানি করেছে। আজকে কেউ নাই। তারা জানে রাস্তায় বের হলে মানুষ মেরে ফেলবে।’
এর আগে নিরাপত্তাজনিত কারণে গত শনিবারই রাজধানীর বিভিন্ন পুলিশ বক্স থেকে ট্রাফিক পুলিশ সরিয়ে নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এরপর রবিবার অসহযোগ আন্দোলন থেকে রাজধানীর বেশকিছু ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয় ছাত্র-জনতা।
(ঢাকাটাইমস/০৬আগস্ট/এলএম/এমআর)