আমুর মতো আর কোন কোন মন্ত্রী-এমপি-নেতা টাকা লুকিয়েছেন, চলছে খোঁজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৪, ১৭:৫১| আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৮:০৮
অ- অ+

থলের বেড়াল বের হচ্ছে। পতন হওয়া শেখ হাসিনা সরকারের মন্ত্রী-এমপিসহ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে মিলছে অবৈধ কোটি কোটি টাকা। আমির হোসেন আমুর বাড়িতেই পাওয়া গেছে পাঁচ কোটি টাকা। ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জার বাড়িতেও মিলেছে কোটি কোটি টাকা।

গণমাধ্যমে চাঞ্চল্যকর এসব সংবাদ প্রকাশের পর প্রশ্ন আসছে, আওয়ামী লীগ সরকারের আর কোন কোন মন্ত্রী-এমপি এবং দলটির কোন কোন নেতা আমুর মতো বাড়িতে টাকা-ডলার লুকিয়ে রেখেছিলেন।

এসব অবৈধ অর্থের বিষয়ে দুর্নীতি দমন কমিশন—দুদক এখন কী পদক্ষেপ নেবে? দুর্নীতিবিরোধী সংস্থাটি এখন কি আসলেই ব্যবস্থা নেবে? নাকি আগের মতো ঢিমেতালে এড়ানোর চেষ্টা করবে? এসব প্রশ্নই এখন সচেতন মহলে ঘুরপাক খাচ্ছে।

এদিকে ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা সরকারের যেসব মন্ত্রী-এমপি অবৈধভাবে হাজার হাজার কোটি টাকার মালিক বনেছেন তাদের বিষয়ে মাঠে নেমেছেন গোয়েন্দারা।

উচ্চপর্যায়ের সূত্রে ঢাকা টাইমস জানতে পেরেছে, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের পাশাপাশি দল ঘনিষ্ঠ আরও যারা নানাভাবে অবৈধ অর্থসম্পত্তির মালিক হয়েছেন, তাদের বিষয়েও তথ্য সংগ্রহ চলছে।

দেশে ক্ষমতার এমন পালাবদল হয়ে গেলেও এখন পর্যন্ত প্রভাবশালী আমলা ও পুলিশ কর্তাদের দেখা যায়নি। মন্ত্রী-এমপিদের পাশাপাশি সাবেক-বর্তমান আমলাদের অনেকেই দেশ ছেড়েছেন বলে গুঞ্জন আছে। এছাড়াও অনেক ভিআইপি, সিআইপি দেশত্যাগ করেছেন। এই দেশ-পলাতকদের তালিকা লম্বা বলে জানাচ্ছে বিমানবন্দর সূত্র।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ হাজি, মৃত্যু ৪৩ জনের
গাজীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল
বাংলাদেশ আইসিসি থেকে সুখবর পেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা