বিসিবি খেলোয়াড়দের ক্যারিয়ার ধ্বংস করছে, অভিযোগ ইমরুল কায়েসের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৪, ১০:১৭| আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১১:০১
অ- অ+

সাধারণ জনতা ও ছাত্রদের সম্মিলিত বিক্ষোভের মুখে ক্ষমতা হস্তান্তর করে দেশ ছেড়ে গিয়েছেন শেখ হাসিনা। তার সরকারের পদত্যাগের পর দেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের আভাস মিলছে। সে ধারাবাহিকতায় এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বেও পরিবর্তনের দাবি জানালেন ক্রিকেটার ইমরুল কায়েস। একইসঙ্গে তিনি বিসিবির বিরুদ্ধে বিধ্বংসী অভিযোগও তুলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজে দেওয়া এক পোস্টে এসব কথা জানান কায়েস। অনুসারীদের সালাম দিয়ে তিনি পরিবর্তনের দাবি জানিয়ে লিখেছেন, ‘স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে।’

বিসিবি অনেক ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ কায়েসের, ‘সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সবাই জানেন। কত প্লেয়ারের ক্যারিয়ার যে ধ্বংস করছে তারা। শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে। খেলোয়াড়দের সঙ্গে ন্যূনতম সম্মান দেখানো হয় না।’

তরুণদের হাত ধরে বিসিবি এগিয়ে যাবে বলেও বিশ্বাস এই ওপেনারের, ‘বোর্ডের প্রতি আমার অনুরোধ, আপনারা যথেষ্ট করেছেন, দেশের ক্রিকেটকে দেওয়ার আপনাদের আর কিছু নেই। তারুণ্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যত। তারাই এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য, যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট, ইনশা-আল্লাহ।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবার প্রথমবারের মতো বাংলাদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী হয়েছিলেন। জানুয়ারিতে মন্ত্রীত্ব পাওয়ার মাত্র ছয় মাসের মাথায় কঠিন পরিস্থিতির সম্মুখীন তিনিসহ আওয়ামী লীগ সরকারের এমপি-মন্ত্রীরা। ইতোমধ্যে পাপনের ভৈরবের বাড়িতে ভাংচুরও করা হয়েছে বলে জানা গেছে। যদিও তার বর্তমান অবস্থানের কথা জানা যায়নি। একইভাবে বিসিবি পরিচালকদের বড় একটি অংশ এই ঘটনার পর থেকে গোপনে আছেন।

ইমরুল কায়েস দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন। যদিও তিনি নিয়মিত খেলছেন বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে। জাতীয় দলে তার বাদ পড়া নিয়ে গড়-স্ট্রাইকরেট কম থাকার যুক্তি দেখানো হলেও, তার বাদ পড়া নিয়ে বিতর্ক রয়েছে। এর আগে লাল-সবুজের জার্সিতে তিন ফরম্যাটে ১৩১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৩৭ বছর বয়সী এই তারকা।

(ঢাকাটাইমস/০৭ আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিগগিরই গুম প্রতিরোধে আইন প্রণয়ন করা হবে: আসিফ নজরুল
ডেঙ্গুতে আরও ৩৯৪ জন হাসপাতালে, একদিনে সর্বোচ্চ
‘উপদেষ্টা নয়, অপপ্রচারক’: আসিফ মাহমুদের পদত্যাগ দাবিতে মুরাদনগরে বিক্ষোভ
দেশের বাজারে সিটিজেনের পস, বারকোড ও লেভেল প্রিন্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা