কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৪, ১৬:০৯| আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১৬:১৯
অ- অ+

দক্ষিণ বাংলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছেন সাধারণ ছাত্ররা। বুধবার সাধারণ শিক্ষার্থীদের দেওয়া এক আবেদনপত্রে এ বিষয়ে সহমত পোষণ করেছেন ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খান।

শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খানের নিকট ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে একটি আবেদনপত্র জমা দেওয়া হয়। এ সময় ওই আবেদনপত্রে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, 'আজ ৭ আগস্ট থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে কোনো প্রকার ছাত্র রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রশিবির, ছাত্রদলসহ অন্য যেকোনো অঙ্গ সংগঠনের সাথে) ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো। কোনো প্রকার রাজনৈতিক কার্যকলাপ কলেজে থাকবে না। কলেজের শিক্ষার্থীরা যদি কোনোভাবে এসব দলের দ্বারা হয়রানির শিকার হয় তাহলে তার দায় নেবে কলেজ প্রশাসন। সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। কলেজ থেকে সকল প্রকার পলিটিক্যাল রুম বিলুপ্তি ঘোষণা করতে হবে।'

পরে, আবেদনপত্রটি কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খানের নিকট জমা দিলে তিনি সেটাতে সম্মতি প্রদান করে স্বাক্ষর করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে সাধারণ শিক্ষার্থীদের বেশ কয়েকজন বলেন, আমরা বহু বছর ধরে কলেজে বিভিন্ন রাজনৈতিক হয়রানির শিকার হয়ে আসছি। আমাদেরকে ক্লাস চলাকালীনও রাজনৈতিক মিছিল কিংবা মিটিংয়ে ডেকে নিতো বড় ভাইয়েরা। না যেতে চাইলে আমাদেরকে হেনস্তার শিকার হতে হতো। আমরা চাই না কলেজে আর এই ধরনের রাজনীতি থাকুক। আমাদের ক্যাম্পাস থাকবে সম্পূর্ণ রাজনীতিমুক্ত।

এ বিষয়ে জানতে চাইলে কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খান বলেন, শিক্ষার্থীরা একটি আবেদনপত্র নিয়ে এসেছে এ বিষয়ে। আমি তাদেরকে বুঝিয়েছি যে এটা প্রজ্ঞাপন জারি হবে মন্ত্রণালয় থেকে। আমি কোনো প্রজ্ঞাপন জারি করতে পারবো না। তারা বলেছে আমাকে সম্মতি দিতে, তারা সেটা মন্ত্রণালয়ে জমা দেবে। তাই আমি এতে সম্মতি প্রদান করে স্বাক্ষর দিয়েছি।

(ঢাকা টাইমস/০৭আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবুল বারকাত গ্রেপ্তার
শতভাগ পাস, প্রায় সবাই জিপিএ-৫: ক্যাডেট কলেজের উজ্জ্বল সাফল্য
৩ থেকে ১০ জুলাই: যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৪৫ অপরাধী আটক
মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে সেনাবাহিনীর অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা