অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতীয় ভিসা সেন্টার। বুধবার ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস) তাদের ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
ওয়েবসাইটের নোটিশে বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব আইভিএসিএস বন্ধ থাকবে। পরবর্তী আবেদনের তারিখ খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানানো হবে এবং পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে শেখ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার রাতে নতুন সরকার শপথ গ্রহণ করবে। বিদায়ী সরকারের পতনের পর পুলিশ-প্রশাসন ব্যাপক হামলার মুখে পড়ে। প্রশনের অনুপস্থিতির সুযোগে সারাদেশে এখনো কিছু থমথমে পরিস্থিতি চলছে। এই পরিস্থিতিতে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৭আগস্ট/এসআইএস)