ফুটবল থেকে অবসর নিলেন পেপে

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৪, ১২:০৪
অ- অ+

সব ধরনের ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন পর্তুগালের ডিফেন্ডার পেপে। ৪১ বছর বয়সে অবসর নিলেন এই পর্তুগিজ তারকা। পেশাদার ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন তিনি।

গতকাল বৃহস্পতিবার নিজের বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছেন পেপে। পর্তুগাল জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলে তিনি রিয়াল মাদ্রিদ, পোর্তো, বেসিকটাস ও মারিটিমোর হয়ে খেলেছেন। রক্ষণের এই অভিজ্ঞ তারকা বিভিন্ন ক্লাবের হয়ে ৭৩৭ এবং জাতীয় দলে তিনি ১৪১টি ম্যাচ। এবারের ইউরোতে তিনি সবচেয়ে বয়স্ক ফুটবলারের রেকর্ড গড়েছিলেন।

পেপের সঙ্গে সর্বশেষ ৩০ জুন পোর্তোর চুক্তির মেয়াদ শেষ হয়েছে, আর এর মধ্য দিয়ে নিজের ক্যারিয়ারেও ইতি টানলেন পেপে। এরপর আর তিনি স্বদেশি ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ নবায়ন করেননি, যদিও তিনি অন্য ক্লাবে যেতে পারেন বলে গুঞ্জন চলছিল। এর আগে রিয়ালের জার্সিতে সোনালী সময় কাটিয়েছিলেন পেপে। লস ব্লাঙ্কোসদের হয়ে তিনি খেলেছেন ২০০৭-২০১৭। এই সময়ে তিনটি করে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ, দুটি করে কোপা দেল রে, ক্লাব ওয়ার্ল্ডকাপ ও স্প্যানিশ সুপার কাপ এবং একটি উয়েফা সুপার কাপ জিতেছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের একাউন্টে দেওয়া এক ভিডিওতে অবসরের ঘোষণা দেন পেপে। সেখানে নিজের সতীর্থ-কোচ, সমর্থকসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘কৃতজ্ঞতা কোচ জর্জ মেন্দেস, গেস্টিফিউট (এজেন্ট) এবং আমার মা যিনি আমার স্বপ্ন বাস্তবায়নে পাশে থেকেছেন, যা আমাকে পেশাদার ফুটবলার বানিয়েছে। আমার বন্ধু, বিশেষ করে স্ত্রী ও সন্তানরা আমার ওপর বিশ্বাস রেখেছিলেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই।’

(ঢাকাটাইমস/০৯ আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফের পাহাড়ে বিপুল অস্ত্র ও মাদক জব্দ, অপহৃত ব্যক্তি উদ্ধার
প্রেমের টানে খুলনায় এসে বিয়ে করলেন চীনা নাগরিক  
ডেমরায় গণধর্ষণ মামলার আসামি মিঠুন গ্রেপ্তার
মবের জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা