বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে নতুন কোচ নিয়োগ দিলো পাকিস্তান

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৪, ১৪:৫৮

চলতি মাসে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের আগে আরও নতুন কোচ নিয়োগ করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টিম নিলসেনকে দলের হাই পারফরম্যান্স কোচ হিসেবে নিয়োগ করেছে সংস্থাটি। এর আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হেডকোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নিলসেন।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে ক্রিকেটারদের প্রস্তুতি ও পারফরম্যান্সে উন্নতি করার জন্য নিলসনকে নিয়োগ করে পিসিবি।

আসন্ন বাংলাদেশ সিরিজ থেকে পাকিস্তানের লাল বলের কোচ হিসেবে কাজ করবেন জেসন গিলেস্পি। তার সঙ্গেই কাজ করবেন নতুন এই কোচ। র্ব্তমানে এই দুই কোচই পাকিস্তানের শাহিনস দলকে দেখােশোনা ও পর্যবেক্ষণ করছেন।

গিলেস্পির সঙ্গে বেশ ভালোভাবেই পাকিস্তানে কাজ করতে পারবেন নিলসেন। কারণ, গিলেস্পি হলেন অস্ট্রেলিয়ার সাবেক বোলার আর দলটির হোডকোচ ছিলেন নিলসেন। এছাড়া দক্ষিণ অস্ট্রেলিয়ান ক্রিকেটে একসঙ্গে কাজ করেছেন তারা।

আগামী ১১ আগস্ট থেকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য অনুশীলন শুরু করবে পাকিস্তান ক্রিকেট দল। শান মাসুদের নেতৃত্বে এরইমধ্যে ১৭ সদস্যের স্কোয়াডও ঘোষণা করেছে পাকিস্তান। দুই ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে। করাচিতে ৩০ আগস্ট শুরু হবে দ্বিতীয় ম্যাচ। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে হবে।

জাতীয় দলের খেলা শুরুর আগে পাকিস্তান শাহিনসের বিপক্ষে চার দিনের ২টি ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। আগামী ১০ আগস্ট হবে শুরু হবে প্রথম ম্যাচ, দ্বিতীয়টি ১৭ আগস্ট শুরু হবে। এই সিরিজে পাকিস্তানের অধিনায়ক সৌদ শাকিল।

(ঢাকাটাইমস/০৯ আগস্ট/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

শ্রীলঙ্কার বিপক্ষে ১০৪ রানের বিশাল জয় বাংলাদেশের

ভারত সিরিজের টেস্টে ডাক পাওয়া নিয়ে যা বললেন জাকের আলী 

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বড় অঙ্কের অর্থ পাচ্ছেন ক্রিকেটাররা 

মনে হচ্ছে আমাকে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে: আসিফ মাহমুদ

ইনজুরির মাঝেই ফ্লুতে আক্রান্ত হয়ে পরের ম্যাচেও অনিশ্চিত মেসি

সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর অনুসারী এখন ১০০ কোটি, বিশ্বে তিনিই প্রথম

গুঞ্জনের মাঝে বিসিবিতে তামিম, কারণ জানালেন ফারুক

বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকি, যা বললেন বিসিবি সভাপতি

বৃষ্টিতে পরিত্যক্ত, ইতিহাসের পাতায় আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্ট

ভারতের কাছে পাত্তা পাবে না বাংলাদেশ: দীনেশ কার্তিক

এই বিভাগের সব খবর

শিরোনাম :