বৃষ্টির কবলে ট্র্যাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা
ছাতা নিয়ে এগিয়ে এলেন ছাত্রদল সভাপতি
মুন্সিগঞ্জে ট্র্যাফিক পুলিশ বিহীন সড়কে আজও যানজট নিয়ন্ত্রণে কাজ করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমে যানজট মুক্ত ছিল জেলা শহর। এ কাজ করতে গিয়ে তাদেরকে নানা সমস্যার মুখোমুখি হতে দেখা গেছে। তবে ব্যক্তিগত উদ্যোগে অনেকে তাদের সহযোগিতায় এগিয়েও আসছেন। বাড়িয়ে দিচ্ছেন সহযোগিতার হাত।
শুক্রবার সকালে দায়িত্ব পালন করার সময় শিক্ষার্থীরা বৃষ্টির কবলে পড়েন। এ সময় সহযোগিতার হাত বাড়িয়েছেন মুন্সিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি আবুল হাশেম। বৃষ্টিতে ভিজতে থাকা অর্ধশতাধিক ছাত্র-ছাত্রীর মাঝে তুলে দিয়েছে ছাতা।
শুক্রবার সকাল ১১টার দিকে শহরের সুপারমার্কেট ও কাচারিসহ বিভিন্ন পয়েন্টে এসব ছাতা বিতরণ করেন তিনি। ছাতা বিতরণের পর খাবারও বিতরণ করেন তিনি।
আবুল হাশেম জানান, আমি সকালে বের হয়েছিলাম, গত কয়েকদিন ধরেই শিক্ষার্থীদের ভালো কাজের বিষয়টি চোখে পড়ছে। ভেবেছি তাদের পাশে দাঁড়াবো।
আজ বৃষ্টি হওয়ায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদের নির্দেশে তাদের মাঝে ছাতা বিতরণ করেছি। তারা যেহেতু দেশের জন্য কাজ করছে, আমাদের দায়িত্ব আছে তাদের জন্য কিছু করার।
তিনি আরও বলেন, দায়বদ্ধতা থেকেই তাদের পাশে দাঁড়ালাম। তাদের আর কোন বিষয়ে সহযোগিতা প্রয়োজন হলে আমি করবো।
কয়েকজন শিক্ষার্থী জানান, বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম তখন ছাতা পেয়ে আমাদের কিছুটা সুবিধা হলো। নানা ধরনের মানুষ তাদের সহযোগিতায় এগিয়ে আসায় তাদের ভালো লাগছে বলে জানিয়েছেন।
খাবার-পানি নিয়েও এগিয়ে আসছে অনেকে:
এদিকে দায়িত্বরত শিক্ষার্থীদের খাবার পানিসহ নানা ধরনের সহযোগিতায় এগিয়ে আসতে দেখা গেছে বিভিন্ন সামাজিক সংগঠনকে। ব্যক্তিগত উদ্যোগেও সহযোগিতা করছেন অনেকে।
শহরের সুপারমার্কেট এলাকায় ট্রাফিকের দায়িত্বরত শিক্ষার্থীদের সমন্বয়কারী মো. হাসানুর জানান, ৬ তারিখ থেকেই আমরা মাঠে রয়েছি। এর আগে শহর পরিষ্কার করা হয়েছে। প্রতিদিন কয়েকভাগে ভাগ করে ছাত্রছাত্রীরা কাজ করছে। আমরা সুন্দর বাংলাদেশ চাই।
ঢাকাটাইমস/০৯আগস্ট/পিএস