ক্যানসারের ঝুঁকি কমায় বেদানা! প্রেসার আর ডায়াবেটিসও থাকে জব্দ

ফিচার ও স্বাস্থ্য ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৪, ০৮:০৬
অ- অ+

আমাদের হাতের কাছেই প্রকৃতি সাজিয়ে দিয়েছে একাধিক উপকারী সব ফল, শাক এবং সবজি। শুধু এসব প্রাকৃতিক উপাদানকে পাতে রাখতে পারলেই নীরোগ জীবনযাপন করার পথে কয়েকশো যোজন এগিয়ে থাকা যাবে। এমনই উপকারী এক ফল বেদানা। এর গুণের ফিরিস্তি জানলেও কপালে হাত উঠতে বাধ্য!

পুষ্টিবিজ্ঞানীরা জানাচ্ছেন, এই দানাদার ফলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি, ভিটামিন সি এবং ফাইবার। সেই সঙ্গে এই ফলে মজুত রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিনা একাধিক প্রাণঘাতী রোগের হাত থেকে আমাদের রক্ষা করতে পারে। চলুন তবে জেনে আসি বেদানার গুণের কথা।

কমবে ক্যানসারের ঝুঁকি​

ক্যানসার একটি প্রাণঘাতী অসুখ। তাই যেনতেন প্রকারেণ ক্যানসার প্রতিরোধের পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। ভালো খবর হলো, বেদানায় উপস্থিত কয়েকটি অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত। তাই এই মারণ অসুখের ফাঁদ এড়াতে চাইলে বেদানা খাওয়াটা আবশ্যক।

ডায়াবেটিসের মহৌষধ

ডায়াবেটিসের মতো জটিল অসুখকে সঠিক সময়ে বাগে আনতে না পারলে চোখ, কিডনি, হার্টসহ দেহের একাধিক অঙ্গের বারোটা বাজতে পারে। তাই বিশেষজ্ঞরা ডায়াবেটিস রোগীদের সুগার নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন।

জানলে অবাক হবেন, সুগার কমাতে ম্যাজিকের মতো কাজ করে বেদানা। এই ফলে এমন কিছু উপাদান রয়েছে যা ইনসুলিন রেজিস্টেন্স কমায়। তাই নিয়মিত এই ফল খেলে সুগার নিয়ন্ত্রণে সুবিধা হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

কমবে প্রেশার

হাই প্রেশার একটি গুরুতর অসুখ। এই রোগে আক্রান্ত হলে হার্ট, ব্রেনসহ দেহের একাধিক অঙ্গের ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়। তাই যেনতেন প্রকারেণ প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এই কাজে আপনাকে সাহায্য করতে পারে বেদানা। এই ফলে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা প্রেশার নিয়ন্ত্রণে সিদ্ধহস্ত। তাই হাই প্রেশারে ভুক্তোভোগীরা অবশ্যই ডায়েটে বেদানাকে জায়গা করে দিন।

হার্টের রোগ থাকবে দূরে

আজ থেকে ২ দশক আগেও বয়স মোটামুটি ৫০-এর গণ্ডি টপকানোর পরই হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ত। তবে বিশ্বায়নের যুগে বয়স মাত্র ৩০ পেরনোর পরই প্রাণঘাতী হার্টের অসুখে আক্রান্ত হচ্ছেন অনেকে। তাই যেভাবেই হোক হৃৎপিণ্ডকে সুস্থ সবল রাখতে হবে।

আপনার এই উদ্দেশ্যকে সফল করতে সাহায্য করতে পারে বেদানা। আসলে এই ফলে মজুত থাকা ফাইবার খারাপ কোলেস্টেরলের মাত্রা কমানোর কাজে সিদ্ধহস্ত। ফলে স্বভাবতই হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমবে বৈকি!

পেটের সমস্যা নিপাত যাবে​

নিয়মিত গ্যাস, অ্যাসিডিটি, পেট খারাপ বা বমির মতো সমস্যায় ভোগেন নাকি? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে যে আজ থেকেই একটা গোটা বেদানা খেতে হবে।

এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এই ফাইবার কিন্তু অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে। এই কারণেই পেটের ছোট-বড় সমস্যা পগার পার হয়ে যেতে সময় লাগে না। তাই পেটের সমস্যা থেকে মুক্তি পেতে বেদানা খাওয়া আবশ্যক।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তোপের মুখে সিদ্ধান্ত বদল, ৫ দিন আগেই সাতক্ষীরার হিমসাগর বাজারে
২১ আগস্ট গ্রেনেড মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে
মাহবুবুল হক নান্নু'র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, প্রতিবাদ জানাল মহিলা দলের সাধারণ সম্পাদক
শেখ মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রেখে সংশোধিত খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা