লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণ চান শিক্ষার্থী-শিক্ষকরা
লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহাবুবুল করিম ও প্রধান সহকারী মোরশেদ আলমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে তাদের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও শিক্ষকরা।
এই দাবিতে রবিবার সকালে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন শিক্ষকরা।
রাজনৈতিক লেজুড়বৃত্তি, আর্থিক অনিয়ম, দুর্নীতি এবং কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হেনস্তার প্রতিবাদে অধ্যক্ষের পদত্যাগ, ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১২ দফা দাবি তুরে ধরা হয় মানববন্ধনে।
শিক্ষার্থীরা বলেন, কলেজের অধ্যক্ষ নানান অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। কলেজে ছাত্রলীগের কর্তৃত্ব করার সুযোগ করে দিয়েছিলেন তিনি। সাধারণ শিক্ষার্থীরা নানাভাবে হেনস্তার শিকার হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই কলেজের অধ্যক্ষের পদত্যাগসহ ১২ দফা দাবি দিয়েছেন তারা। শিগগির দাবি না মানলে তারা কঠোর কর্মসূচি হাতে নেবেন বলে জানান।
শিক্ষকরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে অধ্যক্ষ কলেজে আসছেন না। তার অনুপস্থিতে প্রশাসনিক কাজে বিশৃঙ্খলা দেখা দেয়। কলেজ খোলার প্রথম দিন থেকেই শিক্ষার্থীরা অধ্যক্ষের খোঁজ করতে থাকেন।
শিক্ষকরা আরও বলেন, কলেজ অধ্যক্ষ রাজনৈতিক লেজুড়বৃত্তি, অনিয়ম, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ, তুচ্ছ কারণে কয়েকজন দরিদ্র কর্মচারীকে চাকরিচ্যুতকরণ, শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করেছেন। তার অপসারণ ও আর্থিক অনিয়মের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানান শিক্ষকরা।
(ঢাকাটাইমস/১১আগস্ট/মোআ)