ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের পাশে লালমোহন বিএনপি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে ভোলার লালমোহন উপজেলা বিএনপি।
জাতীয়তাবাদী দল (বিএনপির) ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশে রবিবার বিকালে উপজেলার কালমা ও বদরপুর ইউনিয়নের চারটি পরিবারকে দেখতে যান উপজেলা ও পৌরসভা যুবদলের নেতৃবৃন্দ।
এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কালমা ইউনিয়নের ১নং ওয়ার্ড লেজ ছকিনা গ্রামের মো. আকবরের ছেলে সাইদুল, একই গ্রামের খলিলুর রহমানের ছেলে মুফতি শিহাব উদ্দিন, কালমা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বজলুর রহমানের ছেলে আকতার ও বদরপুর ইউনিয়নের মৃত দলিল উদ্দিনের ছেলে শাকিলের কবর জিয়ারত করেন এবং নিহতদের পরিবারের হাতে মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন তারা।
এ সময় উপজেলার কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বাহাদুর, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন হাওলাদার, বদরপুর বিএনপির যুগ্ম আহ্বায়ক এনএফ ফয়সাল হায়দার, উপজেলা যুবদলের আহ্বায়ক (প্রস্তাবিত) কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, সদস্য সচিব (প্রস্তাবিত) কাজী হাসানুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি হাজী মোসলে উদ্দিন আহমদ ও পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদ আহমদসহ অনেকে উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১১আগস্ট/পিএস)