এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয়: আওয়ামী লীগকে স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১৩:১১ | প্রকাশিত : ১২ আগস্ট ২০২৪, ১৩:০২

শেখ হাসিনা সরকারের পতনের পর পাল্টা অভ্যুত্থান চেষ্টার বিষয়ে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কেউ যদি স্বপ্ন দেখে যে আবার একটা কাউন্টার রেভোলিউশন করে ক্ষমতায় আসবেন, তা হবে না।’

সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহত আনসার সদস্যদের পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ক্ষমতাচ্যুতরা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে, সাংবাদিকের এমন প্রশ্নে তিনি বলেন, ‘লোক জড়ো করুক আর যাই করুক, এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয়। এদেশের মানুষ এখন আর আপনাদের গ্রহণ করছে না।’

আওয়ামী লীগকে পুনর্গঠন করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আপনারা আপনাদের দলকে পুনর্গঠন করেন। যেভাবে রাজনৈতিক দল থাকে। নির্বাচন হলে নির্বাচন করেন। জনগণ ভোট দিলে ক্ষমতায় যাবেন।’

দলের ভাবমূতি রক্ষার তাগিদ দিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘বাংলাদেশে এই দলের অনেক অবদান আছে। এটা আমরা অস্বীকার করতে পারি না। এটা অনেক বড় পার্টি। আমার যথেষ্ট সম্মান আছে আওয়ামী লীগের প্রতি। এক সময় আমাদের মতো মানুষের জন্য ভরসার জায়গা ছিল এই পার্টি। অনুরাধ করছি প্ররোচনায় আসবেন না, ব্যক্তিগত স্বার্থে আপনারা এতো বড় একটা দলকে নষ্ট করবেন না। এটা আমাদের গর্ব ছিল। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। এটা নষ্ট করার কোন অধিকার নাই। এটা বাংলাদেশের সম্পত্তি।’

আর কোনো লোকের মৃত্যু চাই না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৪০০ থেকে ৫০০ হয়তো তার চেয়েও বেশি মানুষ মারা গেছে। উভয় পক্ষের আর পুলিশের কি অবস্থা হয়েছে, দেখা যাচ্ছে। আনসারেরও অবস্থা খারাপ হয়েছে। আমরা যদি উসকানি দিতাম তাহলে আপনারা (আ.লীগ) টিকতে পারতেন না, আর্মির ফায়ারে। আমরা বলেছি, ডোন্ট ওপেন ফায়ার। কারণ কাকে মারবেন আপনি? এই পুলিশকে দিয়ে তো আপনি মেরেছেন আপনার সন্তানকে।’

তিনি অনুরোধ করে বলেন, এসব করবেন না, ব্যক্তিগত স্বার্থের প্ররোচনায় জড়াবেন না। ব্যক্তিস্বার্থে এই দলকে নষ্ট করবেন না। এটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, নষ্ট করার কোনো অধিকার আপনাদের নাই। এটা বাংলাদেশের সম্পত্তি। আর কেউ যদি মনে করেন যে, কাউন্টার রেভ্যুলেশন করে আসবেন, তাহলে হাজার হাজার লোকের রক্ত ঝরাতে হবে। যদি সেই দায়িত্ব নিতে চান, তাহলে নেন। আমার কিছু করণীয় নাই।

(ঢাকাটাইমস/১২আগস্ট/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

যৌথ অভিযান: দশ দিনে ১৪৪টি অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬৪

আমিরাত থেকে ফিরলেন আরও ২৬ জন, বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত

শীতল সম্পর্কের মধ্যে ড. ইউনূসের বলিষ্ঠ বক্তব্যে বিস্মিত ভারত

সম্পর্ক জোরদারে শনিবার ঢাকায় আসছে উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

সীমান্তে বৈঠক: বিজিবির কড়া প্রতিবাদে গুলি না করার প্রতিশ্রুতি বিএসএফের

সাংবাদিকদের বেতন কাঠামোসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ১০০ দিনের কর্মপরিকল্পনা

জনগণের টাকা ফেরাতে বেসরকারি ব্যাংকের জন্য রোডম্যাপ হবে: রিজওয়ানা হাসান

উত্তম ব্যবহার ও যথাযথ আইন প্রয়োগে ট্রাফিক শৃঙ্খলা রক্ষার নির্দেশ ডিএমপি কমিশনারের

এই বিভাগের সব খবর

শিরোনাম :