‘আয়নাঘর’ নিয়ে নির্মিত হবে সিনেমা
৫ আগস্ট সরকার পতনের পর নানা ঘটনা সামনে আসছে। এর মধ্যে অন্যতম বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার-টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত গোপন আটক কেন্দ্র ‘আয়নাঘর’।
শোনা যাচ্ছে, বন্দিদের সেখানে আটকে রেখে চালানো হতো অমানসিক নির্যাতন। এবার এই ঘটনা নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন ‘ইন্দুবালা’খ্যাত পরিচালক জয় সরকার। সিনেমার নামও ‘আয়নাঘর’।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করেছেন জয় সরকার। এটি প্রযোজনা করছে র্যাবিট এন্টারটেইনমেন্ট। সবকিছু ঠিক থাকলে অক্টোবরে শুরু হবে সিনেমাটির শুটিং।
এ ব্যাপারে নির্মাতা জয় সরকার বলেন, ‘আমার প্রথম সিনেমার নায়িকা ছিলেন কেয়া পায়েল। তাকে নিয়েই এই সিনেমাটি করতে চাই। কেয়া ছাড়া আরও থাকবেন পরিচিত তারকারা। এখন গল্প লিখছি।
জানা গেছে, ‘আয়নাঘরে’ থাকা ব্যক্তিদের কাছে সেখানকার প্রেক্ষাপট জেনে নেবেন পরিচালক। তারপর সিনেমা নির্মাণ শুরু করবেন।
(ঢাকাটাইমস/১২আগস্ট/এজে)