যে কারণে দেশি পণ্য কেনার আহ্বান শবনম ফারিয়ার
বহুদিন ধরেই অস্থির নিত্যপণ্যের বাজার। সিন্ডিকেট ভেঙে জিনিসপত্রের নাম কমাতে পারেনি বিগত সরকার। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই প্রত্যাশা রাখলেন ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। পাশাপাশি সবাইকে দেশি পণ্য কেনার আহ্বানও জানালেন।
ফেসবুকে দেওয়া একটি পোস্টে শবনম ফারিয়া লিখেছেন, ‘আমরা সবাই জানি এবং খুব স্পষ্ট ভাবে বুঝতে পারছি যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না এই মুহূর্তে। যে কারণেই হোক, যেভাবেই হোক, আমরা ভালো অবস্থায় নাই!’
দেশি পণ্য কেনার আহ্বান জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘আমরা যার যার জায়গা থেকে একটু চেষ্টা করতে পারি এই অবস্থার পরিবর্তন করতে, খুব বড় কিছু যে হবে তা না, কিন্তু এইটা একটা প্র্যাকটিস, প্রথমেই শুরু করি দেশি পণ্য কেনা দিয়ে। আশপাশের দেশের শাড়ি/কামিজ/অন্যান্য পণ্য বাদ দিয়ে নিজেদের পণ্য ব্যবহার শুরু করি।’
ব্যবসায়ীদের নৈরাজ্য বন্ধের আহ্বান জানিয়ে ফারিয়া লেখেন, ‘যারা ব্যবসা করেন, আপনারা দয়া করে গলা কাটা বন্ধ করে জিনিসপত্রের দাম কমান, মান ভালো করেন। আমরাই স্বাধীনভাবে থাকতে চেয়েছি, বাকস্বাধীনতা চেয়েছি এবং তা আবারও রক্তের বিনিময়ে পেয়েছি। এখন এই অবস্থার পরিবর্তনেও আমাদের সবার এগিয়ে আসতে হবে।’
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছিলেন শবনম ফারিয়া। সরকার পতনের একদফা দাবিতেও সমর্থন দেন তিনি। এরপর ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর ফারিয়াকে ঢাকার রাস্তায় নেমে বিজয় উল্লাস করতেও দেখা যায়।
(ঢাকাটাইমস/১২আগস্ট/এজে)