তিতাসের দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের চিত্রকর্ম 

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০২৪, ২০:১৫

ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ হারিয়েছেন শত শত সাধারণ মানুষ। রক্ত ঝরেছে হাজারো শিক্ষার্থীর। স্কুল কলেজ ও থানার দেয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে তাদের স্মৃতিকে তুলে ধরার চেষ্টা করেছেন তিতাসের শিক্ষার্থীরা। বিবর্ণ অতীত মুছে দেয়ালে দেয়ালে 'স্বপ্নলিপি' আঁকছেন তারা। শিক্ষার্থীরা অনেক দেয়ালে নতুন করে লিখছেন দেশ সংস্কারের নানা স্লোগান; বিভিন্ন শিল্পকর্মও আঁকছেন তারা।

সোমবার সকাল থেকেই শিক্ষার্থীদের এ চিত্রকর্ম করতে দেখা গেছে।

তিতাসের গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে বিভিন্ন বয়সের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।

শিক্ষার্থীরা বলেন, নতুন করে দেশ গড়ার প্রত্যয় তরুণদের। পুরোদমে দেশ সংস্কার করতে হবে বলে মনে করেন তারা। গত কিছুদিন আগে দেশে যে সহিংসতা হয়েছে, তা ভুলে গিয়ে এগিয়ে যেতে চান তারা।

সরেজমিন ঘুরে দেখা যায়, তিতাস উপজেলার গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, গাজীপুর এলাকা ও তিতাস থানা ভবন গেটের পাশের দেয়াল রং তুলিতে রাঙিয়ে তুলেছেন শিক্ষার্থীরা। এঁকেছেন নানা আলপনা।

শিক্ষার্থীদের এমন শিল্পকর্ম নজর কেড়েছে সাধারণ পথচারীদের। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তাদের নানামুখী সৃজনশীল কর্মযজ্ঞ। এর মধ্যে রয়েছে `সকল অসংগতি করিয়া দূর,যেতে হবে বহু দূর। স্বাধীনতা এনেছি সংস্কারও আনবো। পানি লাগবে পানি (মুগ্ধ)। বিচার ব্যবস্থার এক পাশে ফ্যাসিস্ট আরেক পাশে জনগণ। আসছে ফাল্গুন, আমরা হবো দ্বিগুণ।

এদিন সকাল থেকে বিকাল পর্যন্ত গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ও তিতাস থানা ভবন গেটের দেয়ালে শিল্পকর্ম আঁকছিলেন একদল শিক্ষার্থী। এ বিষয়ে গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর কলেজ শাখার সমন্বয়ক আবু বকর বলেন, আমাদের কর্মসূচি হলো ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, রক্ত ঝরিয়েছে, তাদেরকে ঘিরে। তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। তাই আমরা দলবদ্ধ হয়ে দেয়াল রং করে দেশের ঐতিহ্য, শহীদদের স্মৃতি ও আন্দোলনের স্মৃতি ফুটিয়ে তুলছি।'

আরেক সমন্বয়ক সাইমন বলেন, 'আমরা সবাই মিলে এই আন্দোলন করেছি। সাধারণ মানুষও যুক্ত হয়েছিলেন। তাই দেয়ালে তুলে ধরছি আন্দোলনের নানা স্মৃতি। যাতে শিশু-কিশোর থেকে বয়স্ক সবাই বৈষম্যবিরোধী আন্দোলনের স্মৃতি ভুলে না যান। সেজন্য গ্রাফিতি আঁকছি।

(ঢাকাটাইমস/১২আগস্ট/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :