কুয়াকাটা সমুদ্র সৈকত পরিষ্কারের মধ্যদিয়ে পুলিশিং কার্যক্রম শুরু

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১৩:৩৮ | প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৪, ১৩:১৪

পটুয়াখালীর কুয়াকাটা উপজেলায় সমুদ্র সৈকত পরিষ্কারের মধ্যদিয়ে থানা পুলিশ কার্যক্রম শুরু করেছে।

সোমবার বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, মহিপুর থানা পুলিশ ও কুয়াকাটা পৌর বিএনপির যৌথ উদ্যোগে পুলিশের এই কার্যক্রম শুরু হয়।

এতে সহযোগিতা করেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা, স্থানীয় সাধারণ মানুষ ও পর্যটকরা। তবে সেখানে ট্যুরিস্ট পুলিশের কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে শুরু করে ফিশফ্রাই মার্কেট পর্যন্ত পরিষ্কার করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, পুলিশ পরিদর্শক নোমান হোসাইন, ঢাবি সমন্বয়ক শহিদুল ইসলাম সৈকত, রফিকুল ইসলাম, রাকিব হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো. ইমরান হোসেন, সাত কলেজ সমন্বয়ক শামিম রেজা, মোহাম্মদ মহিমসহ অনেকে।

(ঢাকা টাইমস/১৩আগস্ট/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :