বাধ্যতামূলক অবসরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজি

রংপুর ব্যুরো, ঢাকা টাইমস
| আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১৯:২৮ | প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৪, ১৯:২০

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান ও রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেনকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে. সরকারি চাকরি আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাজহাট থানায় একটি মামলা দায়ের করেন।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :