শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা কে এই আমীর হামজা!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৪, ১৯:৩০| আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ২০:১১
অ- অ+

সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে মামলা করা এই ব্যক্তিটি কে এ নিয়ে প্রশ্ন উঠেছে। মামলার আবেদনপত্র থেকে জানা গেছে, মামলা করা ব্যক্তির নাম এস এম আমীর হামজা শাতিল। রাজধানীর আদাবরের বাসিন্দা আমীর হামজা পেশায় একজন ব্যবসায়ী।

রাজধানীর মোহাম্মদপুরের মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার বিচার চেয়ে তিনি এ মামলা দায়ের করেছেন। বাদী আমীর হামজা কল্যাণপুরের একজন দুগ্ধ খামারি বলে জানা গেছে।

তিনি জানান, নিহত আবু সায়েদ তার ঘনিষ্ঠ কেউ না। তবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তিনি স্বেচ্ছায় এ মামলা দায়ের করেছেন।

আমীর হামজা বলেন, ‘বিবেকের তাড়নায় এসে খুনি হাসিনার বিরুদ্ধে মামলা করেছি। প্রধান আসামি শেখ হাসিনা ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এবং খুনি পুলিশ বাহিনী। সমস্ত বাংলাদেশে যত খুনের ঘটনা ঘটেছে সব খুনের বিচার চাই।’

মামলার অভিযোগপত্রে বাদী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করতে বারবার নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায়। পরস্পর যোগসাজশে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে। কাজেই এর বিচার হওয়া প্রয়োজন।

(ঢাকাটাইমস/১৩আগষ্ট/কেএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা