শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা কে এই আমীর হামজা!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ২০:১১ | প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৪, ১৯:৩০

সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে মামলা করা এই ব্যক্তিটি কে এ নিয়ে প্রশ্ন উঠেছে। মামলার আবেদনপত্র থেকে জানা গেছে, মামলা করা ব্যক্তির নাম এস এম আমীর হামজা শাতিল। রাজধানীর আদাবরের বাসিন্দা আমীর হামজা পেশায় একজন ব্যবসায়ী।

রাজধানীর মোহাম্মদপুরের মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার বিচার চেয়ে তিনি এ মামলা দায়ের করেছেন। বাদী আমীর হামজা কল্যাণপুরের একজন দুগ্ধ খামারি বলে জানা গেছে।

তিনি জানান, নিহত আবু সায়েদ তার ঘনিষ্ঠ কেউ না। তবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তিনি স্বেচ্ছায় এ মামলা দায়ের করেছেন।

আমীর হামজা বলেন, ‘বিবেকের তাড়নায় এসে খুনি হাসিনার বিরুদ্ধে মামলা করেছি। প্রধান আসামি শেখ হাসিনা ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এবং খুনি পুলিশ বাহিনী। সমস্ত বাংলাদেশে যত খুনের ঘটনা ঘটেছে সব খুনের বিচার চাই।’

মামলার অভিযোগপত্রে বাদী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করতে বারবার নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায়। পরস্পর যোগসাজশে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে। কাজেই এর বিচার হওয়া প্রয়োজন।

(ঢাকাটাইমস/১৩আগষ্ট/কেএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

কারাগারে ডিভিশনে পেয়েছেন সাবেক ৯ এমপি-মন্ত্রী: কারা মহাপরিদর্শক

মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ

বন্যায় ক্ষয়ক্ষতি ১৪ হাজার ২৬৯ কোটি

কারাগার থেকে পালিয়ে যাওয়া ৯০০ বন্দি এখনো পলাতক: আইজি প্রিজন্স

ভারতে শেখ হাসিনার অবস্থান কোন স্ট্যাটাসে, এখনো জানতে চায়নি সরকার

আয়নাঘর পরিদর্শন করবে তদন্ত কমিশন

চলতি বছর বিশ্বব্যাংকের আর্থিক সহায়তা দাঁড়াবে ৩ বিলিয়ন ডলারে: আবদুলায়ে সেক

নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশকে ১০০ কোটি ইউরো দেবে জার্মানি: পরিবেশ উপদেষ্টা

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে কাজ করছি: ক্রীড়া ও শ্রম উপদেষ্টা

সফল অভিযানের স্বার্থে মাদকদ্রব্য অধিদপ্তরকে অস্ত্র দেওয়া প্রয়োজন: স্বরাষ্ট্র উপদেষ্টা

এই বিভাগের সব খবর

শিরোনাম :