ভেঙে দেওয়া হলো সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরামের সব কমিটি
সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম-সাল্ফের ন্যাশনাল চ্যাপ্টার, ইন্টারন্যাশনাল চ্যাপ্টার, সুপ্রিম কোর্ট বার চ্যাপ্টারসহ বাংলাদেশের সব বার চ্যাপ্টারের কমিটি ভেঙে দেওয়া হয়েছে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাল্ফের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিসাবে যে উদ্দেশ্য নিয়ে গত ১৫ বছর আগে আমরা যাত্রা শুরু করেছিলাম আমরা। কিন্তু সেখান থেকে লাইনচ্যুত হয়ে গেছি। আমাদের মূল উদ্দেশ্য ছিল যেখানেই মানবাধিকার লংঘন হবে সেখানেই আমরা সোচ্চার থাকব। কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের সংগঠনটি প্রতিষ্ঠিত করিনি। সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশে চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে এই ব্যাপারে আমাদের দৃশ্যমান কোনো ইতিবাচক ভূমিকা ছিল না। যেটা সাধারণ আইনজীবীদের কাছে মানবাধিকার সংগঠন হিসাবে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করেছে।
তিনি আরও বলেন, মানবাধিকার সংগঠন হিসেবে আমরা যদি চোখ-কান বন্ধ করে থাকি তাহলে সংগঠন করে লাভ কী? এখান থেকে উত্তরণের জন্য সংগঠনের সাংগঠনিক কাঠামো পরিবর্তন, সংস্কার ও যারা মানবাধিকার সংগঠনের সময় দেবেন শুধুমাত্র তাদেরকে নিয়েই নতুনভাবে সংগঠনটির প্রত্যেকটি চ্যাপ্টার ঢেলে সাজানো হবে। সেই লক্ষ্য সামনে নিয়ে গঠনতন্ত্রের প্রদত্ত আমার ক্ষমতা বলে সাল্ফ স্ট্যান্ডিং কমিটি ব্যতিরেকে ন্যাশনাল চ্যাপ্টার, ইন্টারন্যাশনাল চ্যাপ্টার, সুপ্রিম কোর্ট বার চ্যাপ্টার সহ বাংলাদেশের সকল বার চ্যাপ্টারের কমিটি ভেঙে দেওয়া হল। এখন থেকে শুধুমাত্র সাল্ফ স্ট্যান্ডিং কমিটি দ্বারা সংগঠনটি পরিচালিত হবে। আগামী তিন মাসের মধ্যে অন্যান্য কমিটি গুলো সংস্কারপূর্বক নতুনভাবে গঠন করা হবে।
(ঢাকাটাইমস/১৩আগস্ট/এমআই/ইএস)