নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন দুই তারকা ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৪, ১৬:৪৫
অ- অ+

বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। অর্থের ঝন-ঝনানি আর চার-ছক্কার রোমাঞ্চের জন্য ক্রিকেটপ্রেমীদের পছন্দের শীর্ষে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। তবে শুধু ক্রিকেটপ্রেমীদের কাছে না ক্রিকেটারদের কাছেও বেশ জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন কেইন উইলিয়ামসন। এবার একই পথে হাঁটলেন নিউজিল্যান্ডের আরো দুই ক্রিকেটার।

ফ্র্যাঞ্চাইজি লিগের নতুন মৌসুমকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিলেন তারা। ক্রিকেটার দুজন হচ্ছেন ডেভন কনওয়ে ও ফিন অ্যালেন। দুজনই ওপেনার হিসেবে কিউই দলে খেলেন।

ডেভন কনওয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পরিচিত এবং নিয়মিত মুখ। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজ লিগে সময় দিতেই এনজেডসির চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন তিনি। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা থেকে নিউজিল্যান্ডে এসেছিলেন কনওয়ে। এরপর এবারই প্রথম যাচ্ছেন সেখানে। কনওয়ে খেলবেন জোবার্গ সুপার কিংসের হয়ে।

এছাড়া ফিন অ্যালেন মারকুটে ওপেনার হিসেবে নাম কুড়িয়েছেন আগেই। ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে তাকে আগে দেখা যায়নি। তবে এবার নিজেকে ক্রিকেটের এই মঞ্চে সুযোগ দিতে চান। ধারণা করা হচ্ছে, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ দিয়েই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অধ্যায় শুরু করবেন অ্যালেন। কনওয়ের মতো তারও বর্তমান চুক্তি শেষ হবে চলতি মাসের শেষে।

কনওয়ে অবশ্য জানিয়েছেন নিউজিল্যান্ডের চলতি বছরের বাকি ৯ টেস্টেই তিনি থাকবেন এবং সুযোগ পেলে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আগামী বছরের চ্যাম্পিয়ন্স লিগেও খেলতে চান। তার ভাষ্য, নিউজিল্যান্ডের হয়ে ক্রিকেট খেলতে পারা তার কাছে সর্বোচ্চ গুরুত্ব পাবে সবসময়। তার এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী স্কট ওয়েনিক।

এর আগে গতমাসেই নিউজিল্যান্ডের টেস্ট দলের সহ-অধিনায়ক টম ল্যাথাম বলেছিলেন, নিউজিল্যান্ড ক্রিকেটের উচিত কেন্দ্রীয় চুক্তির ব্যাপারে খেলোয়াড়দের আরও কিছুটা শিথিলতা এবং স্বাধীনতা দেয়া। নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন এবং অ্যাডাম মিলনে নিজেদের কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছিলেন।

(ঢাকাটাইমস/১৫ আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নোয়াখালীতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাই 
২০২০ সালের ১২ জুন এবং একজন আসিফ নজরুল
জাতীয় শ্রমশক্তি নিবন্ধন ব্যবস্থা ও তথ্য ভাণ্ডার গড়ে তোলার সুপারিশ শ্রম সংস্কার কমিশনের
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ: আজহারের আপিল শুনানি ৬ মে পর্যন্ত মুলতবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা