ছাত্রদল নেতার ওপর হামলা: মেয়র ছানুসহ ৬২ জনের নামে মামলা
জামালপুরে জেলা ছাত্রদল নেতা আব্দুল করিম কামরানের উপর হামলার ঘটনায় জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুকে প্রধান আসামি করে ৬২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জামালপুর সদর থানায় কামরানের স্ত্রী সুরাইয়া আক্তার জুঁই বাদী হয়ে মামলাটি করেছেন।
আহত আব্দুল করিম কামরান জেলা ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। গত ১৯ তার উপর হামলার ঘটনা ঘটে।
মামলার অন্যা আসামিরা হলেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক নুরুজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬২ নেতাকর্মী।
মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকাল সাড়ে ৪টার দিকে ছাত্রদল নেতা কামরান মোটর সাইকেলে করে পুরাতন বাইপাস মোড় থেকে গেইট পাড় এলাকায় যাচ্ছিলেন। পথে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের হুকুমে এবং নেতৃত্বে পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুসহ মামলার অন্য আসামিরা দেশীয় অস্ত্র, শর্টগান ও পিস্তল নিয়ে তার উপর হামলা করেন। হামলায় ছাত্রদল কামরান গুরুতর আহত হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, মামলা দায়ের হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ মামলায় তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(ঢাকাটাইমস/১৫আগস্ট/পিএস)