সালথায় গাছের সঙ্গে অটোভ্যানের ধাক্কায় শিশু চালক নিহত

ফরিদপুরের সালথায় একটি অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মো. নাফিস মাতুব্বর (১১) নামে এব শিশু চালক নিহত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার লক্ষনদিয়া মঙ্গল শেখের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাফিস লক্ষনদিয়া গ্রামের ভ্যানচালক মো. তারা মাতুব্বরের একমাত্র ছেলে।
প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভ্যানচালক বাবার একার অপার্জনে সংসার চলছিল না। তাই পড়ালেখা বাদ দিয়ে অভাবে সংসারের হাল ধরতে মাত্র ১১ বছর বয়সে অটোভ্যান চালাতে শুরু করে শিশু নাফিস।
প্রতিদিনের মতো ভাড়া টানতে শনিবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে অটোভ্যান নিয়ে বের হয় নাফিস। এ সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি মান্দার গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে নাফিসের মাথা ফেটে ঘটনাস্থলেই সে মারা যায়।
গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান লাবলু বলেন, ‘নাসিফের বাবাও ভ্যানচালক। তার একার আয়ে সংসার চলছিল না। নাফিসের দুটি বোন রয়েছে। তাদেরও বিয়ে দিতে হবে। তাই বাধ্য হয়ে নাফিস ভ্যান চালাতো। এমন অবস্থায় একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছে মা-বাবা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠেছে বাড়ির পরিবেশ।’
সালথা থানার এএসআই সেলিম বলেন, ‘পরিবারের আবেদনের প্রেক্ষিতে নাফিসের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
(ঢাকাটাইমস/১৮আগস্ট/এজে)

মন্তব্য করুন