১২ দিন পর মারা গেলেন কোটা আন্দোলনে গুলিবিদ্ধ ইমন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৪, ১৩:৫৪| আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৪:০০
অ- অ+

বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হন কলেজছাত্র মো. ইমন (২১)। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১২ দিন চিকিৎসার পর মারা গেছেন তিনি।

রবিবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক নবাব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত মো. ইমন গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নলিন এলাকার জুলহাসের ছেলে। তিনি মনিরুজ্জামান খান বিএম কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পাস করে হেমনগর ডিগ্রি কলেজে ভর্তি হন।

বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে গত ৪ আগস্ট বিকালে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় ওই দিন আহত ইমনকে নিয়ে উত্তরার লেক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ৬ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই আইসিইউ ইউনিটে ভর্তি অবস্থায় ইমনের মৃত্যু হয়।

(ঢাকা টাইমস/১৮আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে ড্রেনের গ্যাস বিস্ফোরণে মা-ছেলেসহ আহত ৩
শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্যুৎকেন্দ্র দুর্নীতি মামলা: হাইকোর্টের রায় নিয়ে দুদকের লিভ টু আপিলের শুনানি ১৫ জুলাই
আটক নুসরাত ফারিয়াকে নেওয়া হচ্ছে ডিবিতে, গ্রেপ্তার দেখানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি
শাকিবের ‘তাণ্ডব’ ফোরকাস্টেই কাঁপছে ঢালিউড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা