প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তিসহ চার দফা দাবিতে শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০২৪, ১৯:০০
অ- অ+

প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি ও এমপিওভুক্ত করণসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।

বুধবার দুপুরে বৈষম্য বিরোধী প্রতিবন্ধী বিদ্যালয় ঐক্য ফোরামের উদ্যোগে সচিবালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে শিক্ষক-কর্মচারীরা বলেন, প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি দিতে হবে এবং এমপিও ভুক্ত করতে হবে। স্বীকৃতি ও এমপিও ভুক্তসহ আমাদের চার দফা দাবি না মেনে নিলে আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো। এসময় তারা উপদেষ্টা ও সচিবদেরকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।

চার দফা দাবি হলো—

১। অনতিবিলম্বে প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিও প্রদান নিশ্চিত করণ।

২। শতভাগ বিদ্যালয়ে আধুনিক মানসম্পন্ন প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো নির্মাণ সুনিশ্চিত করণ।

৩। প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশেষ শিক্ষা কারিকুলাম অনতিবিলম্বে বাস্তবায়ন করণ, একটি আধুনিক থেরাপি সেন্টার নিশ্চিত করণ ও সকল শিক্ষার্থীদের মিড-ডে মিল সহ শিক্ষা উপকরণ প্রদান (পুস্তক, খাতা, কলম, ছাতা, স্কুল ড্রেস, জুতা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র)।

৪। প্রতিবন্ধী ভাতা পাঁচ হাজার টাকায় উন্নীতকরণসহ শিক্ষা জীবন শেষে হত দরিদ্র শিক্ষার্থী ও অভিভাবক আত্মনির্ভরশীল জীবন যাপনের ব্যবস্থা নিশ্চিত করণ।

(ঢাকাটাইমস/২১আগস্ট/এমআই/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপুল সমাগমে নয়াপল্টনে চলছে শ্রমিকদলের সমাবেশ
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
শিবচরে প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা