প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তিসহ চার দফা দাবিতে শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি ও এমপিওভুক্ত করণসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।
বুধবার দুপুরে বৈষম্য বিরোধী প্রতিবন্ধী বিদ্যালয় ঐক্য ফোরামের উদ্যোগে সচিবালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে শিক্ষক-কর্মচারীরা বলেন, প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি দিতে হবে এবং এমপিও ভুক্ত করতে হবে। স্বীকৃতি ও এমপিও ভুক্তসহ আমাদের চার দফা দাবি না মেনে নিলে আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো। এসময় তারা উপদেষ্টা ও সচিবদেরকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।
চার দফা দাবি হলো—
১। অনতিবিলম্বে প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিও প্রদান নিশ্চিত করণ।
২। শতভাগ বিদ্যালয়ে আধুনিক মানসম্পন্ন প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো নির্মাণ সুনিশ্চিত করণ।
৩। প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশেষ শিক্ষা কারিকুলাম অনতিবিলম্বে বাস্তবায়ন করণ, একটি আধুনিক থেরাপি সেন্টার নিশ্চিত করণ ও সকল শিক্ষার্থীদের মিড-ডে মিল সহ শিক্ষা উপকরণ প্রদান (পুস্তক, খাতা, কলম, ছাতা, স্কুল ড্রেস, জুতা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র)।
৪। প্রতিবন্ধী ভাতা পাঁচ হাজার টাকায় উন্নীতকরণসহ শিক্ষা জীবন শেষে হত দরিদ্র শিক্ষার্থী ও অভিভাবক আত্মনির্ভরশীল জীবন যাপনের ব্যবস্থা নিশ্চিত করণ।
(ঢাকাটাইমস/২১আগস্ট/এমআই/এমআর)

মন্তব্য করুন