আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নয়ার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২৪, ১৩:৪০
অ- অ+

সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশিপের পর জার্মান ফুটবলকে বিদায় জানিয়েছেন টনি ক্রুস, টমাস মুলার ও ইলকায় গুন্দোয়ানের মতো অভিজ্ঞ তারকারা। এবার তাদের মিছিলে যোগ দিলেন ম্যানুয়েল নয়ার। সামাজিক যোগাযোগমাধ্যমে আজ অবসরের ঘোষণা দেন এই জার্মান গোলকিপার।

২০০৯ সালে চীনের বিপক্ষে জার্মানির জার্সিতে অভিষেক হয় নয়ারের। গত জুলাইয়ে ঘরের মাঠে স্পেনের বিপক্ষে ইউরোর কোয়ার্টার ফাইনাল হয়ে রইল তার শেষ ম্যাচ। জার্মানির হয়ে ১২৪টি ম্যাচ খেলেছেন নয়ার। এরমধ্যে ৬১ ম্যাচের জার্মানদের নেতৃত্ব দিয়েছেন তিনি।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বিদায়ের ঘোষণা দিয়েছেন নয়ার। এরপর সেই বক্তব্য লিখিত আকারে পোস্ট করেছেন তিনি।

নয়ার লিখেছেন, ‘প্রিয় ভক্তরা, প্রিয় জার্মান ফুটবল, ১৫ বছরের বেশি সময়ে ১২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর আজ জার্মানি জাতীয় দলের সঙ্গে আমার ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। যাঁরা আমাকে চেনেন, তাঁরা ভালো করেই জানেন, এই সিদ্ধান্ত আমি হালকাভাবে নিইনি। শারীরিকভাবে এখনো ভালো অবস্থানে আছি। আমার জন্য ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে পারা দারুণ ব্যাপার হতো। যা–ই হোক, পরিবার ও বন্ধুদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আমার মনে হয়েছে, জাতীয় দলকে বিদায় জানানোর এটাই উপযুক্ত সময়।’

দেড় দশকের ফুটবল ক্যারিয়ারের শেষ দিকে একটি শিরোপা আশা করছিলেন নয়ার। কিন্তু ২০২৪ সালের আসরের কোয়ার্টারে স্পেনের কাছে হেরে সেই আশা পূরণ হলো না তার। ইউরোর ফাইনাল ওঠার রেকর্ড থাকলেও কখনো ইউরো জেতা হয়নি এই তারকা গোলরক্ষকের।

আন্তর্জাতিক ফুটবলে নয়ারের সবচেয়ে বড় অর্জন ২০১৪ বিশ্বকাপ জয়। সে আসরের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ জিতেছিল জার্মানি। ব্রাজিলে অনুষ্ঠিত ১০ বছর আগের সেই বিশ্বকাপে সেরা গোলরক্ষকের পুরস্কার (গোল্ডেন গ্লাভস) পেয়েছিলেন নয়ার।

নয়ারের বিদায়ে কপাল খুলছে মার্ক আন্দ্রে টার স্টেগানের। বার্সেলোনার এই গোলরক্ষক এতদিন জার্মানির গোলবারের নিচে দাঁড়ানোর সুযোগ পেতেন না। এবার হয়তো জার্মানির জার্সিতে গ্লাভস হাতে নিয়মিত দেখা যেতে পারে তাকে।

(ঢাকাটাইমস/২২আগস্ট/ এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘হিজড়া জনগোষ্ঠীকে মানবসম্পদে রূপান্তরের কোনো বিকল্প নেই’
ভারতকে উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তান: শেহবাজ শরিফ
আইইউবিএটি’র প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম. আলিমউল্যা মিয়ানের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনসিসি ব্যাংকের সমঝোতা স্মারক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা