আত্রাইয়ে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ

ভারতীয় আগ্রাসন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলাকে বন্যাকবলিত করা এবং বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে নওগাঁর আত্রাইয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সাধারণ ছাত্র ও জনগণের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠ থেকে মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এ সময় তারা ভারত বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়।
মিছির শেষে স্টেশন চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা দেওয়ান মেহেদী, রাকিব শুভ, নাহিদ তৌকি, তারেক সম্রাট, আরিফ আহমেদ ও আব্দুর রউফ রিফাত প্রমুখ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৩আগস্ট/পিএস)

মন্তব্য করুন