বগুড়ায় গণপিটুনিতে যুবক নিহত

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৪, ১৩:০২
অ- অ+

বগুড়ার কাহালুতে চাঁদা আদায় করতে গিয়ে গণপিটুনিতে রাকিব হাসান (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার মালঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাকিব কাহালু উপজেলার পরিশেষ গ্রামের সামসুল আলমের ছেলে। তিনি স্থানীয় আতা বাহিনী দলের সদস্য হিসেবে পরিচিত।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান ব‌লেন, কাহালু থানার মালঞ্চা ইউনিয়নে স্থানীয় আতা বাহিনীর ১০/১২ জনের একটি দল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মালঞ্চা গ্রামের ফনিন্দ্র নাথের বাড়িতে চাঁদা নিতে যায় এবং ওই বাড়ির এক সদস্যকে ছুরিকাঘাত করে। এ সময় পাড়ার মানুষ জানতে পেরে দল বেঁধে তাদের ধাওয়া করে। এ সময় দলের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় রাকিব গ্রামবাসীর হাতে ধরা পড়ে। পরে গণপিটুনিতে সে নিহত হয়।

তিনি আরও জানান, রাকিবের লাশ ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে আছে। এ ব্যাপারে কাহালু থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমরা নতুন কিছু গড়ার সক্ষমতা রাখি: প্রধান উপদেষ্টা 
শিক্ষার্থী সাম্য হত্যা: ঢাবিতে একদিনের শোক ঘোষণা, অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের তহবিল ঘাটতি মোকাবিলার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
জুলাই আন্দোলনের স্পিরিট ধরে রাখতে হবে: ড. মঈন খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা