যে কারণে বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ ডাকতে বললেন জোভান

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৬
অ- অ+

লাখ লাখ বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে কাজ করেন। তাদের বলা হয় প্রবাসী। হাড়ভাঙা পরিশ্রম করে তারা দেশে কোটি কোটি টাকা রেমিট্যান্স পাঠান। দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রবাসীরা। দেশের যেকোনো দুর্যোগেও তারা মানুষের পাশে দাঁড়ান সাধ্যমতো।

সে কারণে এই মানুষগুলো যখন দেশে ফেরেন, তখন বিমানবন্দরে তাদেরকে ‘স্যার’ সম্মোধন করতে সেখানকার কর্মীদের প্রতি আহ্বান জানালেন ছোটপর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। রবিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে জোভান লেখেন, ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা যখন বিমানবন্দরে আসবেন , উনাদেরকে স্যার বলে সম্বোধন করতে হবে। বিমানবন্দরে একজন সচিব যে সম্মান পায়, তার মতো সম্মান দিতে হবে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের।’

জোভানের সেই স্ট্যাটাসের নিচে ভক্তরাও একমত পোষণ করেছেন। কেউ কেউ বলেছেন, প্রবাসীদের যেন ভিআইপি কার্ড প্রদান করা হয়। যাতে করে তারা দেশে ফিরলে বিমানবন্দরে কোনো হয়রানির মুখে না পড়েন। পাশাপাশি এমন আহ্বান জানানো জোভানের প্রশংসাও করেন অনেকে।

(ঢাকাটাইমস/০২সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
৩২ বছর পর ৩১ জুলাই হতে যাচ্ছে জাকসু নির্বাচন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা