জাকিরের পর ফিরে গেলেন সাদমানও

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৮
অ- অ+

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। দিনের শুরুতেই সাজঘরে ফিরে গেলেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। পঞ্চম দিনের শুরুতেই সাজঘরে ফিরে যান ওপেনার জাকির হাসান। তার পথ ধরে প্যাভিলিয়নের পথ ধরেন আরেক ওপেনার সাদমান ইসলামও।

আজ (মঙ্গলবার) পঞ্চম দিনে আজ ব্যাটিংয়ে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার সাদমান ইসলাম ও জাকির হাসান। শুরু থেকেই এই দুই ব্যাটার দেখেশুনেই খেলতে থাকেন। তবে নিজদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন তারা।

পঞ্চম শুরুতেই মির হামজার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান জাকির হাসান। আউট হওয়ার আগে করেন ৩৯ বলে ৪০ রান। তার বিদায়ে ৫৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

জাকিরের বিদায়ের পর শান্তর সঙ্গে জুটি গড়েন সাদমন। তবে এই জুটিকে বেশিদূর আগাতে দেননি খুররম শেহজাদ। খুররম শেহজাদের বলে মিড অফে শান মাসুদের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান সাদমান ইসলাম। আউট হওয়া আগে করেন ৫১ বলে ২৪ রান। তার বিদায়ে ৭০ রানে দুই উইকেট হারালো বাংলাদেশ।

এর আগে রাওয়ালপিন্ডিতে আগের দিনের দুই উইকেটে ৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। তবে বাংলাদেশি বোলারদের বোলিং তোপে ১৭২ রানে অলআউট হয়েছে পাকিস্তান। যার ফলে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৮৫ রান। ১৮৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪২ রান তোলে টাইগাররা। কিন্তু এরপরে আলো স্বল্পতার কারণে খেলা বন্ধ থাকে। এর কিছু সময় পর শুরু হয় বৃষ্টি। যার ফলে নির্ধারিত সময়ের আগেই চতুর্থ দিনের খেলা সমাপ্ত ঘোষণা করে আম্পায়াররা।

(ঢাকাটাইমস/০২সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা