বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সোনারগাঁ থানা বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

চট্টগ্রামে বিভিন্ন উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সোনারগাঁ থানা বিএনপি।
মঙ্গলবার সকালে থেকে বিকাল পযর্ন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সোনারগাঁ থানা বিএনপি'র উদ্যোগে বন্যাদুর্গদের মাঝে ২০ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলের নেতৃত্বে ও সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের সার্বিক সহযোগিতায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক আহম্মেদ তপন, জামপুর ইউনিয়ের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান লিটন, বারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি খোরশেদ আলম, পৌরসভা যুবদল নেতা মীর শামীমসহ প্রমুখ।
(ঢাকা টাইমস/০৩সেপ্টেম্বর/এসএ)

মন্তব্য করুন