টঙ্গীতে ছুরিকাঘাতে যুবক নিহত

টঙ্গী-পুবাইল (গাজীপুর) প্রতিনিধি
 | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩৪

গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ফরিদ হোসেন (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে স্থানীয় এরশাদনগর টেকবাড়ি সড়কের মুখে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

নিহত ফরিদ নোয়াখালী জেলার সোনাগাজী থানার বগাদানা গ্রামের জামাল হোসেনের ছেলে। তিনি গাজীপুরা মোল্লাবাড়ি এলাকার মসজিদ রোডে সপরিবারে বসবাস করতেন।

স্থানীয় বাসিন্দা সোহাগ ঘটনাস্থলে গুরুতর আহত ফরিদ হোসেনকে পড়ে থাকতে দেখেন। সোহাগ বলেন, ‘মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ফরিদকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিই। পরে অবস্থা গুরুতর দেখে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।’ কে বা কারা ফরিদকে ছুরিকাঘাত করে মহাসড়কের পাশে ফেলে যায় তা জানা যায়নি।

নিহতের বাবা জামাল হোসেন জানান, ফরিদ প্রতিদিনের মতো স্টেশন রোড থেকে রাত ১২টার দিকে বাসায় ফিরছিলেন। পথে এরশাদনগর এলাকায় কে বা কারা তার বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে মহাসড়কের পাশে ফেলে যায়। ওই এলাকার লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায় এবং আমাকে খবর দেয়। হাসপাতালে গিয়ে ছেলেকে মৃত দেখতে পাই। আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই।’

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মৌসুমি দাস বলেন, রাত সোয়া একটার দিকে ফরিদ নামে একজনকে হাসপাতালে আনার - মিনিটের মধ্যে তার মৃত্যু হয়। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

টঙ্গী পূর্ব থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আব্দুস সালাম জানান. খবর পেয়ে ঘটনাস্থল হাসপাতালে পুলিশ পাঠানো হয়।

(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/মোআ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :