লিবিয়ায় নিখোঁজ ডাসারের একই পরিবারের দুজনসহ ১৫ যুবক 

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১১
অ- অ+

দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে ইতালি যাওয়ার জন্য লিবিয়ায় গিয়ে প্রায় তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ও ডাসার ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ১৫ যুবক। এদিকে নিখোঁজ হওয়া যুবকদের সন্ধান চেয়েছেন তাদের পরিবারের লোকজন। দীর্ঘদিন নিখোঁজ থাকায় তাদের পরিবারের মাঝে বেড়েছে উদ্বেগ উৎকণ্ঠা।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় কয়েকজন দালালের মাধ্যমে উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামের মিলন মুন্সি তার ভাই আল আমিন মুন্সি ও শান্ত খান এবং ডাসার ইউনিয়নের কোমলাপুর গ্রামের হেলাল চৌকিদার, কুদ্দুস চৌকিদার, মিঠুন মাতুব্বর, ফজেল শেখ, সুমন চৌকিদার ও ইয়াদ চৌকিদারসহ একই পরিবারের দুই জনসহ প্রায় ১৫জন যুবক প্রত্যেকে দালালকে ১০ থেকে ১৫ লাখ করে টাকা দিয়ে অবৈধ পথে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার জন্য কয়েক মাস পূর্বে বাড়ি থেকে রওনা হয়। কিন্তু বাড়ি থেকে রওয়ানা হওয়ার প্রায় তিন মাস যাবত তাদের অনেকের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই। এতে অনেকের পরিবার উদ্বেগ উৎকণ্ঠায় মধ্য দিয়ে দিন পার করছে। স্থানীয়দের ধারণা তারা সাগরে ডুবে মারা গেছেন।

মিলন মুন্সির মা মায়া বেগমসহ নিখোঁজ যুবকদের অনেক অভিভাবক বলছেন, ৩ মাস ধরে সন্তানদের খোঁজখবর জানার চেষ্টা করেছেন তারা। কিন্তু তাদের কারো হদিস পাওয়া যাচ্ছে না। প্রায় এক বছর আগে প্রত্যেক যুবকের জন্য আমরা ১০ থেকে ১৫ লাখ করে টাকা দিয়েছি দালালদের। আমরা আমাদের সন্তানদের সন্ধান চাই।

আদম ব্যবসায়ী কামালসহ কয়েকজনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের সঙ্গে এ ব্যাপারে কথা বলা সম্ভব হয়নি।

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শফিকুল ইসলাম বলেন, নিখোঁজ যুবকদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/পিএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা