পদত্যাগ করলেন বিসিবির পরিচালক দুর্জয়
বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন নাঈমুর রহমান দুর্জয়। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো কার্যক্রমের সঙ্গে নেই দুর্জয়।
এর মধ্যে নতুন বোর্ড সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। এর দুই সপ্তাহ পর অবশেষে নিরবতা ভেঙেছেন পাপনের নেতৃত্বধীন বোর্ডের পরিচালক দুর্জয়।
দুর্জয়ের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ এক বিসিবি পরিচালক। পদত্যাগ করার আগে বিসিবির পরিচালক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। তৃতীয়বার মেয়াদপূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করলেন। এই মেয়াদে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক দুর্জয়।
দুর্জয়ের আগে বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত পরিচালক ছিলেন তিনি। এনএসসি থেকে মনোনীত আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববিকে অবশ্য অপসারণ করা হয়।
(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/জেআইআর/এসআইএস)