কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে শ্বাসরোধে হত্যা
কুমিল্লার হোমনা উপজেলায় একই পরিবারের তিনজনকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বড় ঘাগুটিয়া এলাকার ভূঁইয়া বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— উপজেলার বড় ঘাগুটিয়া এলাকার ভূঁইয়া বাড়ির শাহপরাণের স্ত্রী মাহমুদা বেগম (৩৫), তার ছেলে সাহাব উদ্দিন (৯) এবং শাহপরাণের ভাগনি ও হোমনা উপজেলার যুবলীগ নেতা রেজাউল করিমের মেয়ে তিশা আকতার (১৪)।
হোমনা থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনজনকেই শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
(ঢাকা টাইমস/০৫সেপ্টেম্বর/এসএ)