কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে শ্বাসরোধে হত্যা

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৫| আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০২
অ- অ+

কুমিল্লার হোমনা উপজেলায় একই পরিবারের তিনজনকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বড় ঘাগুটিয়া এলাকার ভূঁইয়া বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— উপজেলার বড় ঘাগুটিয়া এলাকার ভূঁইয়া বাড়ির শাহপরাণের স্ত্রী মাহমুদা বেগম (৩৫), তার ছেলে সাহাব উদ্দিন (৯) এবং শাহপরাণের ভাগনি ও হোমনা উপজেলার যুবলীগ নেতা রেজাউল করিমের মেয়ে তিশা আকতার (১৪)।

হোমনা থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনজনকেই শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

(ঢাকা টাইমস/০৫সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা