কালীগঞ্জে শহীদি মিছিলে হামলা, বিএনপি নেতা নিহত
গাজীপুরের কালীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মিছিলে বাধা ও হামলায় ওয়ার্ড বিএনপির সভাপতি এমদাদুল হক আকলু (৬০) নিহত হন। এ সময় জহিরুল ইসলাম, মজনু শেখ, বিল্লাল হোসেন, তাজুল ইসলাম,শামসুল শেখ, নুরুল ইসলামসহ আহত হয়েছে আরও ১০-১২ জন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মুক্তারপুর ইউনিয়নের নাসু মার্কেট এলাকায়
নিহত এমদাদুল হক আকলু গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার মুক্তারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি মুক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
খবর পেয়ে পুলিশ আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে নিহত ওই বিএনপি নেতার লাশ উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মিছিল ও শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তিতে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় পূর্ব থেকে ওঁৎপেতে থাকা পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খিলগাঁও এলাকার দলের নামধারী নাজুক মিয়া, মোরশেদ, আজিজুল ওরুফে উরু, আরিফুল, সিয়াম মারুফ, মনির হোসেন ও সোহেল সহ ৬০-৭০ জন মিছিলে বাধা প্রদান করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে বাধা প্রদানকারীরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া করলে তারা দৌড়ে নাসু মার্কেট চলে যায়। পরে সেখানে গিয়ে হামলা করা হয়।
হামলাকারীদের বেধড়ক লাঠির আঘাতে এমদাদুল হক আকলু নামের এক বিএনপি নেতা ঘটনাস্থলে নিহত হন। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ সময় আরও ১০-১২ জন আহত হয়েছেন।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান বলেন, নাসু মার্কেট এলাকায় একটি মিছিল করাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
(ঢাকাটাইমস/০৬সেপ্টেম্বর/পিএস)