আশুলিয়ায় পোশাক কারখানা খুলেছে, নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৮| আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৩
অ- অ+

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ও শ্রমিকনেতা এবং স্থানীয় রাজনীতিবিদদের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর আশুলিয়ায় বন্ধ থাকা তৈরি পোশাক কারখানাগুলো খুলেছে।

শনিবার সকাল ৮টার পর থেকে শুরু হয়েছে উৎপাদন। সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের তাদের কর্মস্থলে যোগ দিতে দেখা গেছে।

শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এ ছাড়া শিল্পাঞ্চলে সেনা টহল রয়েছে।

ব্যাপক শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুর-হামলার জেরে গত বৃহস্পতিবার অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।

এ নিয়ে শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিজিএমইএর কার্যালয়ে দুই দফায় শিল্পমালিক, স্থানীয় রাজনৈতিক নেতা, বিভিন্ন সংগঠনের শ্রমিকনেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক হয়। বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব, শ্রমিকনেতা মন্টু ঘোষ, নাজমা আক্তারসহ অনেকে। বৈঠকে ‘সব পক্ষই কারখানা সচল রাখার পক্ষে মত দিয়েছে। তারা বলেছেন, শিল্প বন্ধ থাকলে, উৎপাদন না হলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। ব্যবসাও অন্যত্র চলে যাওয়ার শঙ্কা থাকে। যা কারও জন্য ভালো নয়।’

বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব বলেন, স্থানীয় রাজনৈতিক নেতারা বর্তমান পরিস্থিতিতে ঝুট ব্যবসা থেকে বিরত থাকার আশ্বাস দিয়েছেন। এছাড়াও যেসব কারখানায় বেতন ভাতা বকেয়া আছে তারা শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নিরাপত্তা দেবে। এরই পরিপ্রেক্ষিতে শনিবার কারখানা খুলছে।

শিল্প পুলিশ জানায়, সকাল থেকে শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখনো পাওয়া যায়নি। প্রায় সবগুলো শিল্প কারখানায় কার্যক্রম চালু রয়েছে।

আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, আশুলিয়ায় আজ অধিকাংশ কারখানায় নির্ধারিত সময়ে কাজ শুরু হয়েছে। শুধু ৩-৪ চারটি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

(ঢাকাটাইমস/০৭সেপ্টেম্বর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক সুশাসন বিলম্ব হলে দেশ পিছিয়ে যাবে: লিটন 
নির্বাচন বিলম্বিত করতে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে সরকার: যুবদল
মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা