মিয়ানমারে জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩০

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান প্রদেশে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর দখলে থাকা চীনের সীমান্তর্বর্তী একটি শহরে বিমান হামলা চালিয়েছে দেশটির জান্তা বাহিনী। এতে শিশুসহ ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত আরও ১১ জন।

বৃহস্পতিবার রাতে থেকে শুক্রবার ভোরে এসব হামলা হয় বলে জানিয়েছে দেশটির জাতিগত তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ)।

বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে (শান প্রদেশের) নামকাম শহরের দুই এলাকায় বিমান থেকে দুটি ৫০০ পাইন্ডের বোমা ফেলে, যা বেশ কয়েকটি বাড়ি ও একটি পাবলিক হলে আঘাত হানে।

এ হামলায় তাৎক্ষনিক ভাবে দুই শিশু ও গর্ভবতী নারীসহ ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়। পরে যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এছাড়া ৬টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

গত অক্টোবরে উত্তর শান রাজ্য জুড়ে টিএনএলএ-সহ তিনটি জাতিগত বিদ্রোহী গোষ্ঠীর জোট ব্রাদারহুড অ্যালায়েন্স জান্তা বাহিনীর ওপর আক্রমণ শুরু করে। কয়েক সপ্তাহের ব্যাপক সংঘর্ষের পর গত বছরের ডিসেম্বরে নামখাম শহরটি অঞ্চলটি দখলে নেয় টিএনএলএ।

এর পর থেকেই চীনের ইউনান প্রদেশের সীমান্ত থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত শহরটি পুনঃদখল করতে মরিয়া জান্তা বাহিনী।

সূত্র: ইরাবতি

(ঢাকাটাইমস/০৭সেপ্টেম্বর/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :