এবি পার্টির পদ থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২১

এবি পার্টির প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। শনিবার লন্ডন থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি তথ্য নিশ্চিত করেছেন।

এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, এবি পার্টির সঙ্গে কিছু ক্ষেত্রে মতপার্থক্য তৈরি হওয়ায় দলটির প্রধান উপদেষ্টার পদ ছেড়েছেন।

এর আগে ২০১৮ সালে একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চেয়ে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছিলেন আব্দুর রাজ্জাক। ২০২১ সালে সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবীকে প্রধান উপদেষ্টা করার ঘোষণা দেয় এবি পার্টি। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরেই ব্রিটেনে অবস্থান করছেন। সেখান থেকে অনলাইনে দলীয় ফোরামে অংশ নিতেন।

একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে ভিন্নমত পোষণ করে একদল নেতাকর্মী ২০১৯ সালে বেরিয়ে এসে জন-আকাঙ্ক্ষার বাংলাদেশনামে একটি নতুন মঞ্চ গঠন করেন। পরে সেটি রাজনৈতিক দল হিসেবেআমার বাংলাদেশ পার্টি’-এবি পার্টি নামে আত্মপ্রকাশ করে ২০২০ সালের মে। আওয়ামী সরকার পতনের পর গত ২১ আগস্ট রাজনৈতিক দল হিসেবে অবশেষে নিবন্ধন পায় এবি পার্টি।

এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, গত কয়েকমাস যাবত ব্যারিস্টার রাজ্জাক প্যানক্রিয়াসে ক্যান্সারজনিত মারাত্মক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি আছেন। চলতি সপ্তাহে তার ঝুঁকিপূর্ণ অপারেশন হবে। তাই তিনি আমাদের দলের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়েছেন।

(ঢাকাটাইমস/০৭সেপ্টেম্বর/জেবি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

খুনী হাসিনার বিচার না হলে শহীদদের আত্মা শান্তি পাবে না: বিএনপি নেতা হামিদ

সোহেল রানার ইনসাফ পার্টি নিয়ে যা বলল ‘বাংলাদেশ জাস্টিস পার্টি’

ভারতে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা: এ্যানি

এমন কিছু করা যাবে না যাতে দলের মর্যাদা ক্ষুণ্ন হয়: যুবদল সভাপতি

বোয়ালমারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিএনপি নেতা খন্দকার নাসিরের মতবিনিময়

শেখ হাসিনার পরিণতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে: জামায়াত আমীর 

শেখ হাসিনার ১৭ বছরের সকল অপকর্মের বিচার করতে হবে: এসএম জিলানী

শনিবার বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে এবি পার্টির বৈঠক

ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার কর্মী সমাবেশ সম্পন্ন

ঢাকা টাইমসে সংবাদ প্রকাশের পর ঢাকার ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতিকে অব্যাহতি

এই বিভাগের সব খবর

শিরোনাম :