রোনালদোর ৯০০ গোল নিয়ে টনি ক্রুসের মজার প্রতিক্রিয়া
বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের পায়ের জাদুতে একের পর এক রেকর্ড সৃষ্টি করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সম্প্রতি আরও একটি মাইলফলক নিজের করে নিয়েছেন তিনি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথম খেলোয়াড় হিসেবে স্পর্শ করেছেন ৯০০ গোলের মাইলফলক। পর্তুগালের হয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে জয়সূচক গোলটি করে এই মাইলফলক স্পর্শ করেন ‘সিআর সেভেন’।
নতুন এই মাইলফলক অর্জন করার পর ফুটবল-বিশ্বের অভিনন্দনবার্তায় ভাসছেন রোনালদো। পর্তুগিজ মহাতারকাকে অভিনন্দন জানানোর এই দলে আছে তার বর্তমান–সাবেক সতীর্থের অনেকে। পাশাপাশি আছে প্রতিপক্ষ হিসেবে খেলা অনেক খেলোয়াড়ও।
তবে রোনালদোকে অভিনন্দন জানানো তারকাদের মধ্যে আলাদা করে নজর কেড়েছেন তার সাবেক রিয়াল সতীর্থ টনি ক্রুস।
সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকেই হাস্যরসাত্মক পোস্ট দেওয়ার জন্য পরিচিত ছিলেন ক্রুস। এবারও রোনালদোর একটি টুইটকে শেয়ার করে মজা করতে দেখা গেছে তাকে। রোনালদোর সেই টুইট করা ভিডিওটি ছিল মূলত ক্যারিয়ারে বিভিন্ন সময় তার করা গোলগুলোর কোলাজ। যার ক্যাপশনে লেখা ছিল, ‘আমি এটা স্বপ্ন দেখেছিলাম, আমার আরও অনেক স্বপ্ন আছে। ধন্যবাদ সবাইকে।’
সেই পোস্ট শেয়ার করে টনি ক্রুস লিখেছেন, ‘আমি যদি ম্যাচের এবং অনুশীলনের গোলগুলোকেও একত্রিত করি, তবুও ৯০০ গোল হবে না।’ মজা করে দেওয়া এই পোস্ট অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়। ক্রুস মজা করলেও তার ভক্তরা অবশ্য ভিন্নভাবে এর জবাব দিয়েছেন। একজন লিখেছেন, ‘তুমি সৃজনশীল মিডফিল্ডার। ফরোয়ার্ড হিসেবে খেললে তুমি কাছাকাছি যেতে পারতে।’
মূলত মাঝমাঠ সামলানো ক্রুসের গোল করা আসল দায়িত্ব নয়। তবুও পেশাদার ক্যারিয়ারে এই জার্মান মিডফিল্ডার ১৮৩টি গোল করেছেন। এর মধ্যে ১৭টি এসেছে আন্তর্জাতিক ম্যাচে। তবে নামকরা অনেক মিডফিল্ডারের চেয়ে ঠিকই এগিয়ে আছেন ক্রুস। বার্সেলোনা ও স্পেন কিংবদন্তি জাভি হার্নান্দেজ ১২৪ এবং আন্দ্রেস ইনিয়েস্তা ১০৭ গোল করেছেন পেশাদার ফুটবলে।
(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/এনবিডব্লিউ)