ইয়াবা সম্রাট বদির ভাতিজা শাহজাহান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৬
অ- অ+

টেকনাফের সাবেক সংসদ সদস্য ইয়াবা সম্রাট আব্দুর রহমান বদির ভাতিজা শাহজাহান মিয়াকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তারের কথা সোমবার সকালে সংস্থার আইন ও গণমাধ্যম শাখার এক বার্তায় জানানো হয়েছে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, কোটা সংস্কার আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র নিয়ে তার হামলার প্রমাণ রয়েছে। তার বিরুদ্ধে সহিংসতা ও মাদকসহ বেশ কয়েকটি মামলার আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

গত ২০ আগস্ট সাবেক সংসদ সদস্য বদিকে চট্টগ্রামের জিইসি মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত আব্দুর রহমান বদি দুই মেয়াদে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৪ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা এক তালিকায় বদিসহ তার পরিবারের ১০ জনের নাম আসে।

মাদক কারবার নিয়ে সমালোচনার কারণে ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি বদি। তবে স্ত্রী শাহীন আক্তারের মনোনয়ন বাগিয়ে নেন বদি।

শাহীন সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনেও ওই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের মামলায় সাজা হলে জেলে যেতে হয়েছিল টেকনাফ পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমান বদিকে। পরে তিনি উচ্চ আদালতে আপিল করে জামিন পান।

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/টিটি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা