আশুলিয়ায় কাজে ফিরছেন শ্রমিকরা, অসন্তোষ দূর করার চেষ্টা

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪৮| আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৬
অ- অ+

ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ এখনো পুরোপুরি দূর হয়নি। মঙ্গলবার বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা। কোথাও কোনো সহিংসতা বা বিক্ষোভের সংবাদ পাওয়া যায়নি। সোমবারের চেয়ে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে এখনো কয়েকটি কারখানা মালিক-শ্রমিক অভ্যন্তরীণ দাবি-দাওয়ার সমাধান না হওয়ায় সেগুলো বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে শিল্পাঞ্চল আশুলিয়ার জিরাবো, নিশ্চিন্তপুর, নরসিংহপুর, সরকার মার্কেট, জামগড়া, বাইপাইলসহ বিভিন্ন এলাকার কারখানাগুলোতে স্বতঃস্ফূর্তভাবে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। এখন পর্যন্ত বেশ কয়েকটি কারখানায় শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনা চলছে। আলোচনা ফলপ্রসূ হলে এ কারখানাগুলোতে উৎপাদন শুরু হবে বলে জানা গেছে। বিজিএমইএ-এর সিদ্ধান্ত অনুযায়ী, হাজিরা বোনাস ও টিফিন বিল বাড়িয়ে শিল্পাঞ্চল আশুলিয়ার সব পোশাক কারখানা আজ খোলার কথা রয়েছে।

এদিকে শিল্প পুলিশ জানায়, প্রায় সব কারখানা খুলে দেওয়া হলেও ৪৫টি কারখানায় শ্রমিকরা মালিকপক্ষের সঙ্গে এখনো আলোচনা করছেন। আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছলে ওইসব কারখানাতেও উৎপাদন শুরু হবে।

এ বিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘আজ কোথাও কোনো সহিংসতা ও বিক্ষোভের ঘটনা ঘটেনি। কয়েকটি কারখানায় দাবি-দাওয়া নিয়ে অন্তর্কোন্দল বা ম্যানেজমেন্টের সঙ্গে মতৈক্য না হওয়ায় কার্যক্রম শুরু হয়নি। তবে বেশিরভাগ পোশাক কারখানাতেই আজ উৎপাদন শুরু হয়েছে। এছাড়া আমাদের পক্ষ থেকে কাউকে কোনো বিশৃঙ্খলা করার কোনো সুযোগ দেয়া হচ্ছে না। সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, জেলা পুলিশসহ শিল্প পুলিশের একাধিক টিম মাঠে নিয়োজিত রয়েছে।’

(ঢাকা টাইমস/১০সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরের শ্যামল পল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে
শ্রীপুরে চায়না-৩ জাতের লিচুতে চাষির মুখে হাসি
নামাজের শিক্ষা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্র গঠনে আত্মনিয়োগ করতে হবে: জামায়াত আমির
মে মাসের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স এসেছে ১৬১ কোটি ডলার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা