রূপগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ে রাজনৈতিক নেতাদের সঙ্গে ইউএনওর সভা 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০২
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভা করেছেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয়। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, গত আগস্টের পর সারা দেশের মতো রূপগঞ্জেরও আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটে। এতে দুর্বৃত্তরা বিভিন্ন দলীয় পরিচয়ে লুটপাট অরাজকতায় মেতে ওঠে। সব রাজনৈতিক দলের ঐক্যের মাধ্যমে রূপগঞ্জে শান্তিশৃঙ্খলা ফেরানোর পরামর্শ দেন তারা।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেন, ‘রূপগঞ্জের রূপ ফেরাতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি সব দলের অংশগ্রহণে বর্তমান সরকারকে সহযোগিতা করব আমরা।’

রূপগঞ্জের শুধু চনপাড়া নয়, আরও বহু মাদকের স্পট রয়েছে, গাজী দস্তগীরের লোকজন চাঁদাবাজি অস্ত্রবাজিতে লিপ্ত অভিযৈাগ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেন, ‘রূপগঞ্জের আইনশৃঙ্খলা ফেরাতে সব অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে। কাঞ্চন ব্রিজের টোলের কারণে সারাদেশের লোকজন ভোগান্তি পোহায়। টোল বন্ধ করতে হবে।’

জামায়াত ইসলামীর জেলা সুরা সদস্য অ্যাডভোকেট ইস্রাফিল বলেন, রূপগঞ্জের মহাসড়কে যানজট, কিন্তু পুলিশ নেই। অবৈধ উপায়ে গত বছর ধরে টোল আদায় করছে কাঞ্চন ব্রিজে। এসব টোলের টাকা সরকারি কোষাগারে যায় না। ভাগাভাগি হয়। এটি বন্ধ করতে হবে।’

চাঁদাবাজ সন্ত্রাসীরা কোনো দলের নয় উল্লেখ করে ইসলামি শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের রূপগঞ্জ উপজেলা সভাপতি মুফতি ইমদাদুল হাশেমী বলেন, ‘কিন্তু দলীয় ছত্রছায়ায় তারা আগেও তৎপর ছিল, এখনো সেই একই ব্যক্তিরা পরিবর্তিত হয়ে তৎপর রয়েছে। এসব প্রতিহত করতে হবে।’

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. দুলাল হোসেন তার বক্তব্যে বলেন, ‘রূপগঞ্জে আওয়ামী দলীয়করণে সব সরকারি-বেসরকারি স্থাপনায় তাদের নামে করে রেখেছে। এসব স্থাপনার নাম পরিবর্তন করা দরকার। শিল্প-কারখানা বহুল এ এলাকা বহু মানুষের জীবিকা উৎস। এখানে কেউ চাঁদাবাজি, দখলদারি, জুলুম করলে তাদের প্রতিহত করা হবে।’

রূপগঞ্জকে দেশের গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে বর্ণনা করে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় বলেন, ‘এখানে শতাধিক শিল্প-কারখানা রয়েছে। এর মধ্যে মেগা শিল্প-কারখানা রয়েছে দুই শতাধিক। এসব শিল্পকারখানা সচল রাখতে সব ধরনের দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা হুঁশিয়ারি করেন, কোথাও অনিয়ম, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। কাঞ্চন ব্রিজের টোল আদায় অবৈধ হয়ে থাকলে তা অবিলম্বে বন্ধ করে দেবেন বলে জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি' সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সাবেক যুবদল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক দুলাল হোসেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আনোয়ার ছাদাত ছায়েম, আশরাফুল হক রিপন, জামায়াতের উপজেলা আমীর সাইফুল ইসলাম সিরাজি প্রমুখ। এ ছাড়া হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরের শ্যামল পল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে
শ্রীপুরে চায়না-৩ জাতের লিচুতে চাষির মুখে হাসি
নামাজের শিক্ষা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্র গঠনে আত্মনিয়োগ করতে হবে: জামায়াত আমির
মে মাসের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স এসেছে ১৬১ কোটি ডলার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা