ডিএমপির ডিসি এডিসি ও এসি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে।

বুধবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা পৃথক তিনটি আদেশে এই বদলি করা হয়।

বদলি হওয়া ডিসিদের মধ্যে মোহাম্মদ মাহাবুবুর রহমানকে উত্তরা ও গুলশান গোয়েন্দা বিভাগে; ট্রাফিক মতিঝিল বিভাগের মোহাম্মদ মইনুল হাসানকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত; ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের নাবিল কামাল শৈবালকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত; প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের এম এম মুরাদ আলিকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত; মো. আনোয়ার সাঈদকে ট্রাফিক রমনা ও মতিঝিল বিভাগে; মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে এবং মোহাম্মদ নূরে আলমকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে বদলি করা হয়েছে।

এডিসিদের মধ্যে লজিস্টিকস বিভাগের রেশন স্টোরের মো. মনিরুজ্জামানকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত; মোমেনা আকতারকে লজিস্টিকস বিভাগের রেশন স্টোরে এবং মো. নাজিম উদ্দিন আল আজাদকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে বদলি করা হয়েছে।

এসি সাইফুল ইসলামকে ওয়ারী জোনে; এইচ. এম. শফিকুর রহমানকে বাড্ডা জোনে; সাইফুল ইসলাম চৌধুরীকে ডিএমপি সদর দপ্তরের ক্রাইম-২ বিভাগে এবং আব্দুল লতিফকে কমিউনিটি ক্রাইম বিভাগের পুলিশিংয়ে বদলি করা হয়েছে।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা